Home » Photo » sports » Umran Malik: ২২ বছরের ভয়ঙ্কর পেসারকে খুঁজেছিলেন ইরফান পাঠান! বড় ঘটনা এল সামনে
Umran Malik: ২২ বছরের ভয়ঙ্কর পেসারকে খুঁজেছিলেন ইরফান পাঠান! বড় ঘটনা এল সামনে
Umran Malik Celebrated Indian Cricket Team Call-Up With Irfan Pathan: ২২ বছরে অনেক বাঘা বাঘা ব্যাটারে হাঁটু কাঁপিয়ে দিচ্ছেন তিনি। এমন প্রতিভাকে খুঁজে বের করেছিলেন পাঠান!
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য ঘোষিত ভারতীয় দলে সুযোগ পেয়েছেন ভয়ঙ্কর পেসার উমরান মালিক। এদিন তাই কেক কেটে সেলিব্রেট করলেন তিনি।
2/ 6
দীর্ঘদিন ধরে উমরান মালিক ও আব্দুল সামাদকে কোচিং করান ইরফান পাঠান। এদিন পাঠানের সঙ্গে কেক কাটলেন জম্মু-কাশ্মীরের পেসার উমরান।
3/ 6
জম্মু-কাশ্মীরের ক্রিকেটারদের দীর্ঘদিন কোচিং করিয়েছেন পাঠন। তিনিই প্রথম উমরানের প্রতিভা সম্পর্কে অবগত করেছিলেন অনেককে। উমরান তাই পাঠানের এই অবদানের কথা ভোলেননি।
4/ 6
মাত্র ২২ বছর বয়স উমরানের। এই বয়সেই তিনি অনেক তাবড় ব্যাটারের হাঁটু কাঁপিয়ে দিয়েছেন। তাঁর পেস অ্যাটাক সামলাতে আইপিএলে হিমশিম খেয়েছেন অনেকে।
5/ 6
আইপিএল ২০২২-এ সানরাইজার্স হায়রাবাদ উমরান মালিককে দলে নিয়েছিল। এখন সেই উমরান দেশের যুবসমাজের কাছে অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছেন।
6/ 6
আইপিএলের একের পর এক ম্যাচে ১৫০ কিমি প্রতি ঘণ্টার বেশি গতিতে বোলিং করেছেন উমরান।