রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল টি-২০ ক্রিকেটে আরও আক্রমণাত্মক। যেন প্রথম বল থেকেই মারতে হবে নির্দেশ রয়েছে সবার কাছে। সেই নিয়ম মেনে খেলতে গিয়ে এদিন উইকেট ছুড়ে দিলেন কোহলি। তিন নম্বরেই নেমেছিলেন। প্রথম বলে রান পাননি। দ্বিতীয় বলে মঈন আলিকে এগিয়ে এসে বড় শট খেলতে চান। পারেননি, সিঙ্গলস নেন। তৃতীয় বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে ডেভিড মালানের হাতে ধরা পড়েন।