আন্তর্জাতিক ক্রিকেটে যে কোনো একটি দলের বিরুদ্ধে সবচেয়ে বেশি সেঞ্চুরি করার ক্ষেত্রে কোহলি চার নম্বরে পৌঁছেছেন। এই তালিকায় সচিন তেন্ডুলকর ২০টি সেঞ্চুরি করে এক নম্বরে রয়েছেন। সচিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে কুড়িটি সেঞ্চুরি করেছেন। এর পরেই ডন ব্র্যাডম্যান (১৯), সচিন তেন্ডুলকার (১৭), বিরাট কোহলি (১৬)। ব্র্যাডম্যান ইংল্যান্ডের বিরুদ্ধে ১৭টি সেঞ্চুরি করেছেিলেন।সচিন শ্রীলঙ্কার বিপক্ষে ১৭টি সেঞ্চুরি করেছেন। এরপর অস্ট্রেলিয়া ও শ্রীলঙ্কার বিপক্ষে ১৬টি করে সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি।