1/ 4


বিরাট কোহলির বাবা প্রেম কোহলি তাঁর তিন সন্তান নিয়ে দিল্লিতে বসবাস করতেন ৷ পেশায় আইনজীবী বাবাকে বিরাট হারিয়েছিলেন যখন তাঁর বয়স ছিল মাত্র ১৮ বছর ৷ (ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম) ৷
2/ 4


বিরাটের বাবার প্রয়াণের পরে মা সরোজ কোহলিই বিরাটের চলার পথের সব থেকে বড় অবলম্বন ছিলেন ৷ বিরাটের মা গুড়গাঁও-এ দাদার সঙ্গে বসবাস করেন ৷ (ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম) ৷
3/ 4


বিরাটের দাদা বিকাশ কোহলি ৷ স্ত্রী-ছেলেকে নিয়ে গুড় গাঁও-এ থাকেন ৷ পেশায় ব্যবসাদার বিকাশ ৷ দিল্লি-গুড়গাওতে তাঁর হোটেলের ব্যবসা আছে ৷ বাবার প্রয়াণের পরে পরিবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন তিনি ৷ (ছবি সৌজন্যে ট্যুইটার) ৷