নতুন বাড়ি কিনেছেন আরসিবির তারকা পেসার মহম্মদ সিরাজ। সেই বাড়িতেই সতীর্থদের ডেকে খাওয়ালেন সিরাজ।
2/ 5
সিরাজের বাড়িতে নেমন্তন্ন রক্ষায় গিয়েছিল গোটা আরসিবি দল। সেখানে একটি ছবি সবার নজর টানল। বিরাট কোহলি জড়িয়ে ধরেছিলেন সিরাজকে। সেই ছবি বাঁধিয়ে রেখেছেন আরসিবি তারকা।
3/ 5
বিরাট কোহলিকে আইডল হিসেবে মনে করে সিরাজ। তাই নতুন বাড়িতে কোহলিকে আমন্ত্রণ জানানো ছিল তাঁর অন্যতম ইচ্ছে।
4/ 5
সিরাজের বাড়িতে বিরিয়ানি ছাড়াও বিভিন্ন পদের আয়োজন ছিল। আরসিবি ক্রিকেটাররা সেসব চেটেপুটে খেলেন।
5/ 5
এর আগে এক সাক্ষাৎকারে সিরাজ বলেছিলেন, আগেও একবার বিরাট কোহলিকে তিনি আমন্ত্রণ করেছিলেন। কোহলি সেবার পিঠে ব্যথা নিয়েও তাঁর বাড়িতে এসেছিলেন।
বিরিয়ানি খেলেন বিরাট কোহলি! আরসিবি তারকার গৃহপ্রবেশ, একটা ছবি চোখ টানল সবার
সিরাজের বাড়িতে নেমন্তন্ন রক্ষায় গিয়েছিল গোটা আরসিবি দল। সেখানে একটি ছবি সবার নজর টানল। বিরাট কোহলি জড়িয়ে ধরেছিলেন সিরাজকে। সেই ছবি বাঁধিয়ে রেখেছেন আরসিবি তারকা।