ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ জিতে নিয়েছে ভারতীয় দল। তিন ম্যাচেক সিরিজ টিম ইন্ডিয়া জিতেছে ২-১ ব্য়বধানে। এমন ঐতিহাসিক জয় মন খুলে সেলিব্রেট করেছেন ভারতীয় ক্রিকেটাররা।
2/ 5
রোহিত থেকে শুরু করে বিরাট কোহলি, প্রত্যেকেই মন খুলে হুল্লোড় করলেন। বিদেশের মাটিতে সিরিজ জয়ের পর ভারতীয় ক্রিকেটারদের আনন্দের সীমা নেই।
3/ 5
বিরাট কোহলির অফ ফর্ম নিয়ে গোটা দেশে আলোচনা চলছে। তবে কোহলি কিন্তু চাপে রয়েছেন বলে মনে হবে না. কারণ এদিন মন খুলে হুল্লোড় করলেন কোহলি।