এমনিতেই তাঁরা পারফেক্ট কাপল। তবে এবার বিরাট কোহলি বুঝিয়ে দিলেন, তিনি আসলে পারফেক্ট স্বামী। এমন বর যে কোনও মেয়ের কাছে স্বপ্নের মতো।
ইন্ডিয়ান স্পোর্টস অনার অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেল বিরুষ্কাকে। বিরাট ব্ল্যাক শুটে, অনুষ্কা পার্পল গাউনে। দুজনকেই চমৎকার দেখাচ্ছিল।
একটা সময় রেড কার্পেটের দিকে যাওয়ার সময় অনুষ্কার জামার একটা অংশ জুতোর সঙ্গে জড়িয়ে যায়। কোহলি এগিয়ে গিয়ে নীচু হয়ে অনুষ্কার গাউন ক্যারি করেন।
স্ত্রীর সঙ্গে তাঁর রসায়ন জমজমাট। এ কথা সবাই জানে! কিন্তু তিনি যে কতটা পারফেক্ট স্বামী, তা যেন আবার প্রমাণ করলেন কোহলি।
স্ত্রীর প্রতি বিরাট কোহলির এমন ভালবাসা ও যত্নবান হওয়ায় অনেকেই তাঁর প্রশংসা করেছেন। তাঁকে অনেকেই জেন্টলম্যান বলেছেন।
...