Home » Photo » sports » Kohli wishes MS Dhoni : বড় ভাই, মেন্টর এবং অধিনায়ক ! মাহির জন্মদিনে আবেগে ভাসলেন বিরাট কোহলি
Kohli wishes MS Dhoni : বড় ভাই, মেন্টর এবং অধিনায়ক ! মাহির জন্মদিনে আবেগে ভাসলেন বিরাট কোহলি
Virat Kohli calls MS Dhoni like his elder brother and wishes him on 41st birthday. বড় ভাই, মেন্টর এবং অধিনায়ক ! মাহির জন্মদিনে আবেগে ভাসলেন বিরাট কোহলি
অতীতে স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গেও মহেন্দ্র সিং ধোনির জন্মদিন সেলিব্রেট করেছেন বিরাট কোহলি। অনুষ্কা নিজেও মাহির বড় ভক্ত
2/ 7
ধোনির ২০১১ বিশ্বকাপ জয়ের পর তাকে নিয়ে এভাবেই জাতীয় পতাকা গায়ে দিয়ে সেলিব্রেট করেছিলেন বিরাট কোহলি। জীবনের প্রথম বিশ্বকাপে নেমেই চ্যাম্পিয়ন হয়েছিলেন কোহলি
3/ 7
যত সময় গিয়েছে, ততই যেন একে অপরের আরো কাছাকাছি এসেছেন দুজনে। বিরাট কোহলি বরাবর মনে করেন আজ তার এই জায়গায় পৌঁছানোর পেছনে ধোনির অবদান অস্বীকার করা যাবে না
4/ 7
তিনটে একদিনের ক্রিকেটের বিশ্বকাপ দলে ধোনির সঙ্গে খেলেছেন বিরাট কোহলি। অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মাটিতে চ্যাম্পিয়ন হতে পারেনি ভারত
5/ 7
একদিনের ক্রিকেট এবং টি টোয়েন্টি ক্রিকেটের পাশাপাশি টেস্ট ক্রিকেটে ধোনি - কোহলি জুটি একাধিক উজ্জ্বল মুহূর্ত উপহার দিয়েছে ভারতকে। অসংখ্য মনে রাখার মত ইনিংস খেলেছেন দুজনে
6/ 7
কোচ হিসেবে রবি শাস্ত্রীর পাশাপাশি ধোনির মস্তিষ্ক এবং ক্রিকেট বুদ্ধি তাকে পরিণত হতে সাহায্য করেছে বারবার জানিয়েছেন বিরাট। ধোনির ম্যাচ রিডিং ক্ষমতা তার সেরা অস্ত্র মনে করেন কোহলি
7/ 7
আইপিএলের মঞ্চে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস বনাম বিরাট কোহলির আরসিবি লড়াই সব সময় জমজমাট হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে বাজিমাত করেছেন ধোনি। কোহলি মনে করেন ধোনির বুদ্ধির অর্ধেক পেলেও তিনি খুশি হতেন