#মোহালি: ভারত বনাম শ্রীলঙ্কা (IND vs SL) বিরাট কোহলি ১০০তম টেস্ট (Virat Kohli 100th Test) খেলছেন৷ তিনি এই কৃতিত্ব অর্জন করা ১২ তম ভারতীয় ক্রিকেটার হয়েছেন৷ (PC:AP)
2/ 5
শ্রীলঙ্কার বিরুদ্ধে শুক্রবার ম্যাচ শুরু হওয়ার আগে মাঠেই বিসিসিআই প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলিকে সম্মান জানায়৷ ভারতের পক্ষ থেকে কোচ রাহুল দ্রাবিড় তাঁকে বিশেষ ১০০ লেখা ক্যাপ দেন৷ (PC:AP)
3/ 5
এই সম্বর্ধনার সময় মাঠে বিরাট কোহলির স্ত্রী অনুষ্কা শর্মাও উপস্থিত ছিলেন৷ তাঁর পরিবারের সদস্যরাও হাজির ছিলেন স্ট্যান্ডে৷ (PC:AP)
4/ 5
বিরাট কোহলি বলেছেন, ‘‘আমার জন্য এটা বিশেষ মুহূর্ত , আমার স্ত্রী ও আমার ভাই রয়েছ৷’’ কোহলি সকলকে ধন্যবাদ জানিয়েছেন? এরপর তাঁর বউ অনুষ্কাকে মাঠের মধ্যেই চুমু খান৷ পাশাপাশি তাঁকে জড়িয়েও ধরেন৷ (PC:AP)
5/ 5
বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার এই সুন্দর মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে৷ (PC:AP)