মঙ্গলবারের নাগপুর কি বিশ্বকাপের বিমানে বোর্ডিং পাস কনফার্ম করল বিজয় শঙ্করের? জল্পনা বাড়িয়ে দিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তামিল অলরাউন্ডারের ব্যাটে-বলে দাপট। বিলেতের বিশ্বকাপে টিম ইন্ডিয়ার কম্পোজিশন বাছতে গিয়ে নির্বাচকদের হাতে এখন অতিরিক্ত বিকল্প হাজির। শুধু ৪৬ রান বা শেষ ওভারে জোড়া উইকেট নয়। সূত্রের খবর, শাস্ত্রী-কোহলিদের টিম ম্যানেজমেন্ট মুগ্ধ ২৮ বছরের অলরাউন্ডারের মানসিকতায়। File Photo
বুমরাহের কোটা শেষ। ৫০-তম ওভারে কাকে বল দেওয়া হবে? কোহলি-ধোনির মাঝ উইকেটে আলোচনায় প্রথমে ভাবা হয়েছিল কেদার যাদবের স্লিঙ্গিং অফস্পিনের কথা। কিন্তু ধোনির অভিজ্ঞতাতেই ডেথ ওভারে ফাটকা খেলা হয় বিজয়ের মিডিয়াম পেসে। বাকিটা ইতিহাস। তবে ম্যাচ শেষে তরুণ অলরাউন্ডার যা বলেছেন, তাতে অন্য পরিণতির ঈঙ্গিত স্পষ্ট। File Photo
বিশ্বকাপ অডিশনে দলের ফাইন টিউনিংয়ে হাতে এখনও তিনটে ম্যাচ রয়েছে। চলতি সিরিজের তৃতীয় ম্যাচ খেলতে এদিনই রাঁচি পৌঁছে গেছে ভারতীয় দল। ধোনির শহরে সিরিজ জেতার থেকেও বেশি আগ্রহ বিজয় শঙ্করকে ঘিরে। নিদাহাস ফাইনালে সমালোচনা হয়েছিল মন্থর ব্যাটিংয়ের। কিন্তু নিউজিল্যান্ড সফরে দুই বিভাগেই মন কেড়েছেন বিজয় শঙ্কর। ওয়েলিংটনেও ঝড় তুলেছিলেন ব্যাটে। মুখে অবশ্য বিশ্বকাপ দল নির্বাচনের চাপের কথা উড়িয়ে দিয়েছেন। File Photo
ভারতের হাতে ডানহাতি মিডিয়াম পেসার অলরাউন্ডার হিসেবে হার্দিক পাণ্ডিয়া রয়েছেন। বিজয় থাকলে গভীরতা আরও বাড়বে বলেই মত নির্বাচকদের একাংশের। মে-জুনের ইংল্যান্ডের কন্ডিশনে বিশ্বকাপে অতীতেও গেমচেঞ্জার ভূমিকা নিয়েছেন মিডিয়াম পেসার অলরাউন্ডাররা। ১৯৮৩-তে কপিলের দলেও স্বয়ং অধিনায়ক ছাড়া মহিন্দর, বিনি, মদনলালরা ছিলেন একই গোত্রে। তাই নাগপুরের পর নম্বর আরও বাড়ছে বিজয় শঙ্করের মার্কশিটে। File Photo