২০০৮ সাল। আইপিএলের প্রথম বছরের প্রথম ম্যাচ। প্রথমবারেই কেকেআর জার্সিতে সেঞ্চুরি ব্রেন্ডন ম্যাকালামের। তার পর আইপিএলে কেকেআরের কেউ এতদিন সেঞ্চুরি করতে পারেননি। ১৫ বছর ভেঙ্কটেশ আইয়ার খরা কাটালেন।
৫১ বলে ১০৪ রান। ১৫ বছর পর আবার কেকেআরের ঘরে সেঞ্চুরি তুলে আনলেন ভেঙ্কটেশ। মুম্বইয়ের বিরুদ্ধে যেন তাণ্ডব করলেন এই দীর্ঘদেহী বাঁ-হাতি ক্রিকেটার।
4/ 5
১৮ এপ্রিল ২০০৮ সালে শেষবার ম্যাকালাম কেকেআরের ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করেছিলেন আইপিএলে। ১৫ বছর পর ১৬ এপ্রিল ভেঙ্কটেশ আইয়ার ফের কেকেআর জার্সিতে সেঞ্চুরি করলেন।
5/ 5
সৌরভকে দেখেই ভেঙ্কটেশ্ব আইয়ার বাঁ-হাতি ব্যাটিং শুরু করেছিলেন। এখন তিনি কেকআরের ভরসার মুখ হয়ে উঠেছেন।
'দাদার ভক্ত' ভেঙ্কটেশের তাণ্ডব! কেকেআরের ঘরে ১৫ বছর পর আবার সেঞ্চুরি
২০০৮ সাল। আইপিএলের প্রথম বছরের প্রথম ম্যাচ। প্রথমবারেই কেকেআর জার্সিতে সেঞ্চুরি ব্রেন্ডন ম্যাকালামের। তার পর আইপিএলে কেকেআরের কেউ এতদিন সেঞ্চুরি করতে পারেননি। ১৫ বছর ভেঙ্কটেশ আইয়ার খরা কাটালেন।
'দাদার ভক্ত' ভেঙ্কটেশের তাণ্ডব! কেকেআরের ঘরে ১৫ বছর পর আবার সেঞ্চুরি
১৮ এপ্রিল ২০০৮ সালে শেষবার ম্যাকালাম কেকেআরের ক্রিকেটার হিসেবে সেঞ্চুরি করেছিলেন আইপিএলে। ১৫ বছর পর ১৬ এপ্রিল ভেঙ্কটেশ আইয়ার ফের কেকেআর জার্সিতে সেঞ্চুরি করলেন।