‘তুর্কি নাচ’ নাচিয়ে ইউরোর শেষ ষোলোয় দেল বস্কির স্পেন
Siddhartha Sarkar
1/ 6
ইউরো কাপ খেতাবের হ্যাটট্রিকের লক্ষ্যে একধাপ এগিয়ে গেল স্পেন ৷ তুরস্ককে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে এক ম্যাচ বাকি থাকতেই ইউরোর শেষ ষোলোয় ওঠা নিশ্চিত করল স্প্যানিশ আর্মাডা ৷
2/ 6
শুরুর দিকে বেশ কিছু সহজ সুযোগ নষ্ট করলেও এদিন গোলের জন্য বিশেষ অপেক্ষা করতে হয়নি স্পেনকে ৷ দুই ফরোয়ার্ড মোরাতা ও নোলিতো মিলে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে দেন দলকে ৷ দ্বিতীয়ার্ধের আরও একটি গোল করেন মোরাতা ৷
‘তুর্কি নাচ’ নাচিয়ে ইউরোর শেষ ষোলোয় দেল বস্কির স্পেন
ইউরো কাপ খেতাবের হ্যাটট্রিকের লক্ষ্যে একধাপ এগিয়ে গেল স্পেন ৷ তুরস্ককে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে এক ম্যাচ বাকি থাকতেই ইউরোর শেষ ষোলোয় ওঠা নিশ্চিত করল স্প্যানিশ আর্মাডা ৷
‘তুর্কি নাচ’ নাচিয়ে ইউরোর শেষ ষোলোয় দেল বস্কির স্পেন
শুরুর দিকে বেশ কিছু সহজ সুযোগ নষ্ট করলেও এদিন গোলের জন্য বিশেষ অপেক্ষা করতে হয়নি স্পেনকে ৷ দুই ফরোয়ার্ড মোরাতা ও নোলিতো মিলে প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে দেন দলকে ৷ দ্বিতীয়ার্ধের আরও একটি গোল করেন মোরাতা ৷