বার্মিংহ্যামের পর নটিংহ্যামেও দু’ইনিংস মিলিয়ে ২০০ রান বিরাটের। সোমবার পূজারার সঙ্গে জুড়লেন ১১৩ রান। ৭২ রান করে শেষপর্যন্ত আউট হন চেতেশ্বর। দ্বিতীয় ইনিংসে রান পাননি ঋষভ পন্থ ৷ মাত্র ১ রান করে আউট হন তিনি । রাহানে করেন ২৯। শেষপর্যন্ত ৫২ রানে অপরাজিত ছিলেন হার্দিক। ভারত ডিক্লেয়ার করে ৭ উইকেটে ৩৫২ রান তুলে। Photo Courtesy: BCCI/Twitter Handle
১১০ ওভার ক্রিজে কাটিয়ে আগেই রুটদের হতোদ্যম করে দিয়েছিলেন ভারত অধিনায়ক। শেষ পর্যন্ত ৫২০ রানের প্রকাণ্ড লিড নিয়ে দান ছাড়েন কোহলি। দিনের শেষে ক্ষয়ক্ষতি এড়িয়ে ইংল্যান্ডের সংগ্রহ বিনা উইকেটে ২৩। এখনও অক্ষত কুক-জেনিংসের ওপেনিং জুটি। তবে সিরিজে প্রথম রক্তের স্বাদ পাওয়া কোহলিদের চাই দশটা উইকেট। হাতে বাকি আরও ২ দিন। Photo: BCCI/Twitter Handle