আইপিএলে দুরন্ত ছন্দে আছেন। গতবার টি টোয়েন্টি বিশ্বকাপে নিজের নামের প্রতি সুবিচার করতে না পারলেও কে এল রাহুল অস্ট্রেলিয়ায় ভারতের টপ অর্ডারের অন্যতম সেরা অস্ত্র
2/ 10
অধিনায়কত্ব হারিয়েছেন, ফর্ম হারিয়েছেন। আইপিএলেও জবাব দিতে পারছে না ব্যাট। কিন্তু পরিসংখ্যান বলছে ভারতের জার্সি তে বড় টুর্নামেন্ট বরাবর সফল বিরাট কোহলি। তাই অস্ট্রেলিয়ার মাটিতে কিং কোহলি নিজের মেজাজে ফিরলে চিন্তা কমবে ভারতের
3/ 10
মুম্বই ইন্ডিয়ান্স দলে যখন বেশিরভাগ ব্যাটসম্যান ব্যর্থ, তখন একা লড়াই করছেন সূর্য কুমার যাদব। চারিদিকে শট খেলতে পারেন। মিস্টার ৩৬০ ডিগ্রী অস্ট্রেলিয়ায় হতে পারেন ভারতের তুরুপের তাস
4/ 10
ফিটনেস সমস্যা নিয়ে অনেক কথা হয়েছিল। কিন্তু আইপিএলে বল এবং ব্যাটে যাবতীয় সমালোচনার জবাব দিয়েছেন হার্দিক পান্ডিয়া। দুর্দান্ত অধিনায়কত্ব করছেন। অস্ট্রেলিয়ার মাটিতে অলরাউন্ডার হার্দিকের দিকে চেয়ে থাকবে ক্রিকেটপ্রেমীরা
5/ 10
ঈশান কিষান অথবা দীনেশ কার্তিক নয়, ঋষভ পন্থ হবেন ভারতের প্রথম পছন্দের উইকেট রক্ষক। শেষ একটা বছরে যেমন ব্যাটিং উন্নতি করেছেন, তেমনই কিপার হিসেবেও অনেক পরিচ্ছন্ন হয়েছে তার খেলা
6/ 10
টি টোয়েন্টি ফরম্যাটে ওয়াশিংটন সুনদর গুরুত্বপূর্ণ ক্রিকেটার। অফস্পিনার হিসেবে যেমন রান আটকাতে পারেন, তেমনই ব্যাট হাতে বড় শট খেলার দক্ষতা রয়েছে
7/ 10
বর্তমানে চোটের কারণে আইপিএল খেলতে না পারলেও, দীপক চাহার টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দলে থাকবেন সন্দেহ নেই। সুইং করার পাশাপাশি ব্যাটের হাত চমৎকার
8/ 10
বয়স হয়েছে, তেমনই অভিজ্ঞতা বেড়েছে। মাঝে গতি কমে গিয়েছিল। কিন্তু পরিশ্রম করে সেটা ফিরে পেয়েছেন ভুবনেশ্বর কুমার। টি টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দলে তার জায়গা পাকা
9/ 10
গতবার দুবাইতে টি টোয়েন্টি বিশ্বকাপে তাকে না নিয়ে নির্বাচকরা ভুল করেছিলেন সেটা প্রমাণিত। তারপর থেকে যুজবেন্দ্র চাহাল কিন্তু অসাধারণ ফর্মে। অস্ট্রেলিয়ায় এই লেগ স্পিনারের ওপর অনেকটাই নির্ভর করছে ভারতের ভাগ্য
10/ 10
দেশে থেকে বিদেশের মাটিতে ভারতের জার্সি গায়ে জসপ্রীত বুম রার সাফল্য বেশি। অস্ট্রেলিয়ায় তার রেকর্ড অসাধারণ। ভারতের পেস ব্যাটারির প্রধান ভরসা বুম বুম