গত বছর ১৫ অগাস্ট সন্ধ্যেয় তিনি ভারতীয় ক্রিকেট সমর্থকদের অবাক করে দিয়েছিলেন. এম এস ধোনি অবসর নেওয়ার কিছুক্ষণ পর তিনিও ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন।
2/ 5
ভারতীয় দলের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার হিসাবে নাম থাকবে সুরেশ রায়নার। বহুযুদ্ধের নায়ক তিনি। জন্টি রোডসের মতো কিংবদন্তিও জানিয়েছিলেন, বিশ্ব ক্রিকেটে রায়না অন্যতম সেরা ফিল্ডার।
3/ 5
এমন একজন ক্রিকেটারের বায়োপিক হলে অবাক হওয়ার কিছু থাকবে না। কিন্তু রায়নার বায়োপিকে নায়ক কে হবেন! অক্ষয় কুমার, রণবীর সিংকে পছন্দ নয় রায়নার। তা হলে!
4/ 5
রায়না এদিন বলেছেন, দেশ ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার আবেগ বোঝাতে পারব না। তবে আমার সেই আবেগ কিছুটা হলেও পর্দায় ফুটিয়ে তুলতে পারবে যে এমন কাউকে বায়োপিকে নায়ক হিসাবে চাইব। আর সেটা করতে পারবে দক্ষিণের কোনও অভিনেতা!
5/ 5
রায়না আরও বলেছেন, এই মুহূর্তে আমার মাথায় দুটো নাম আসছে। দক্ষিঁণী সিনেমার অভিনেতা সুরিয়া আমার বায়োপিকে অভিনয় করতে পারবে। এছাড়া ডালকুয়ের সালমান হলেও আমার আপত্তি নেই।
ভারতীয় দলের সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার হিসাবে নাম থাকবে সুরেশ রায়নার। বহুযুদ্ধের নায়ক তিনি। জন্টি রোডসের মতো কিংবদন্তিও জানিয়েছিলেন, বিশ্ব ক্রিকেটে রায়না অন্যতম সেরা ফিল্ডার।
রায়না এদিন বলেছেন, দেশ ও চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার আবেগ বোঝাতে পারব না। তবে আমার সেই আবেগ কিছুটা হলেও পর্দায় ফুটিয়ে তুলতে পারবে যে এমন কাউকে বায়োপিকে নায়ক হিসাবে চাইব। আর সেটা করতে পারবে দক্ষিণের কোনও অভিনেতা!
রায়না আরও বলেছেন, এই মুহূর্তে আমার মাথায় দুটো নাম আসছে। দক্ষিঁণী সিনেমার অভিনেতা সুরিয়া আমার বায়োপিকে অভিনয় করতে পারবে। এছাড়া ডালকুয়ের সালমান হলেও আমার আপত্তি নেই।