বিরাট কোহলি, রোহিত শর্মারা আইপিএলের সময় তো বিশ্রাম নেন না। তা হলে দেশর জার্সিতে খেলার সময় কেন বিশ্রাম নেন! প্রশ্ন তুলে দিলেন ভারতীয় দলের প্রাক্তন ব্যাটার সুনীল গাভাসকর।
2/ 6
প্রায় তিন বছর হতে চলল বিরাট কোহলির সেঞ্চুরি নেই। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে তিনি বিশ্রাম নিয়েছিলেন। শোনা যাচ্ছে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজে খেলবেন না বলে বোর্ডের কাছে আর্জি জানিয়েছেন কোহলি।
3/ 6
রিপোর্ট বলছে, রোহিত শর্মা, জসপ্রীত বুমরাহ, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া এবং ঋষভ পন্থের মতো ক্রিকেটারদের ওয়েস্ট ইন্ডিজ সফরে বিশ্রাম দিতে পারে বোর্ড। আর তাতেই আপত্তি সুনীল গাভাসকরের।
4/ 6
সুনীল গাভাসকর বলেছেন, টি-২০ ক্রিকেট ছোট ফরম্যাট। এই ফরম্যাটে মন ও শরীরে সেভাবে প্রভাব পড়ার কথা নয়। টেস্ট, ওয়ানডে অনেক বেশি পরিশ্রমের। তা হলে টি-২০ ক্রিকেটে দেশের হয়ে খেলার সময় বিশ্রামের প্রয়োজন কী!
5/ 6
বিসিসিআই-এর বিশ্রাম নীতি এখন নিয়মিত একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর তাতেই আপত্তি গাভাসকরের।
6/ 6
এর আগেও ভারতীয় দলের তারকা ক্রিকেটারদের অকারণে বিশ্রাম নেওয়া নিয়ে প্রশ্ন উঠেছে। আরো একবার এই ব্যাপারে প্রশ্ন তুললেন গাভাসকর। বিরাট, রোহিতের মতো তারকাদেরও ছেড়ে কথা বললেন না তিনি।