মাঠে ফিরেই বাপি বাড়ি যা ! হাফসেঞ্চুরি দাদার! ব্যাট হাতে নিতেই চেনা মেজাজে মহারাজ !
পাঁচ বছর আগে আমেরিকায় প্রদর্শনী ম্যাচে খেলেছিলেন সৌরভ। আর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বছর ১২ আগে। তবুও বুধবার ব্যাট হাতে সেই চেনা মেজাজে মহারাজ।


প্রত্যাবর্তনেই হাফসেঞ্চুরি দাদার। ব্যাট হাতে ২২ গজে ফিরেই চেনা মেজাজে মহারাজ। ৩২ বলে অপরাজিত ৫৩ রানের ইনিংস। ঝুলিতে আবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী পুত্র বোর্ড সচিব জয় শাহর উইকেট। তাও কিনা বোল্ড আউট। আবার ক্যাচ ধরলেন একটা। তবে এতকিছুর পরেও জয়ের স্বাদ পেলেন না সৌরভ গঙ্গোপাধ্যায়। বোর্ড আয়োজিত প্রদর্শনী ম্যাচে প্রেসিডেন্ট সৌরভ একাদশকে হারিয়ে জয় পেল সচিব শাহ একাদশ।


পাঁচ বছর আগে আমেরিকায় প্রদর্শনী ম্যাচে খেলেছিলেন সৌরভ। আর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন বছর ১২ আগে। তবুও বুধবার ব্যাট হাতে সেই চেনা মেজাজে মহারাজ। অফ স্টাম্পের বাইরে প্রত্যেকটা শট বুঝিয়ে দিচ্ছিল সৌরভের কাছে বয়স আজও সংখ্যা মাত্র। বুধবার প্রদর্শনী ম্যাচে সৌরভ অপরাজিত থাকেন। ৫৫ মিনিট মাঠে থেকে ৩২ বল খেলে দুরন্ত ৫৩ রান করেন। মহারাজের ইনিংসে ছিল ৬টি ৪ এবং একটি ৬। সৌরভকে আউট করতে ব্যর্থ বিপক্ষের বোলাররা। তবে প্রেসিডেন্ট রান করলেও দলের বাকি সদস্যরা মহারাজকে সাপোর্ট করতে পারলেন না। ফলে শেষ হাসি হাসলেন সচিব জয় শাহ। প্রাক্তন ভারত অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন সচিবের দলের হয়ে ৩৭ রান করেন। প্রথমে ব্যাট করে ১২৮ রান তোলে সচিবের দল। জবাবে ১০০ রান নির্ধারিত ওভারে তোলে সৌরভের দল। জয় শাহর দলের হয়ে খেলেন সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া।


বৃহস্পতিবার বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভা আয়োজিত হতে চলেছে আহমেদাবাদে। প্রথমবার এই শহরে আয়োজিত হচ্ছে বোর্ডের বার্ষিক সভা। বোর্ডের এজিএমের আগে নবনির্মিত মোতেরা স্টেডিয়ামে বোর্ড কর্তাদের মধ্যে একটি প্রদর্শনী ম্যাচ আয়োজিত হল। গতবছর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সভা আয়োজিত হয়েছিল এই মাঠে।


তবে এখনও পর্যন্ত কোনও ক্রিকেট ম্যাচ হয় নি। আগামী বছর ভারত-ইংল্যান্ড সিরিজ দিয়ে এই মাঠে আন্তর্জাতিক ম্যাচ শুরু হবে। তার আগে বছরের শুরুতেই রয়েছে বোর্ডের ঘরোয়া ক্রিকেটের সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি টুর্নামেন্টের নক আউট পর্ব। বোর্ডের বার্ষিক সভায় যোগ দেওয়ার আগে সমস্ত সদস্যদের করোনা পরীক্ষা করা হয়। রিপোর্ট নেগেটিভ হওয়ার পরই বৈঠকে যোগ দিতে পারছেন সব কর্তারা।


বৃহস্পতিবার বোর্ডের বৈঠকে গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে একাধিক ইস্যুতে। আগামী বছর আইপিএলে আরও দল বাড়ছে কিনা তা পরিষ্কার হয়ে যাবে সভায়। ভারতের মাটিতে আয়োজিত আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা তৈরি হবে। ঘরোয়া ক্রিকেট নিয়ে আলোচনা হওয়ার পাশাপাশি বিরাট কোহলিদের আন্তর্জাতিক ক্যালেন্ডার নির্ধারিত হবে। এই গুরুত্বপূর্ণ এজেন্ডা ছাড়াও একাধিক এজেন্ডা রয়েছে বোর্ডের বার্ষিক সভায়। বোর্ডের নয়া সহ-সভাপতি হিসেবে বৃহস্পতিবারই নিযুক্ত হতে চলেছেন সর্বসম্মতভাবে রাজীব শুক্লা। এই বছর বোর্ডের বার্ষিক সাধারণ সভায় কোন নির্বাচন নেই।