1/ 4


মহারাজকে নিয়ে উদ্বেগে গোটা ক্রিকেট বিশ্ব। শনিবার সকালে হঠাৎই অসুস্থ হয়ে পড়েন সৌরভ গঙ্গোপাধ্যায়। কেন এমন হল, ঠিক কী হয়েছিল তাঁর, এখন কেমন আছেন, ছবিতে ধরা রইল সব তথ্য।
2/ 4


জিম করছিলেন,আচমকাই বুকে ব্যথা অনুভব করেন। মাথা ঘুরে পড়ে যান সৌরভ গঙ্গোপাধ্যায়। তড়িঘড়ি তাঁকে উডল্যান্ডস হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
3/ 4


চিকিৎসকরা জানান, মৃদু হার্ট অ্যাটাক হয়েছে মহারাজের। অ্যাঞ্জিওপ্লাস্টিতে দেখা দেখা যায় তিনটি আর্টারিতে ব্লক রয়েছে। এর মধ্যে একটি আর্টারিতে প্রায় ৯০ শতাংশ ব্লকেজ থাকায় ফলে চিকিৎসকরা সেখানে স্টেন্ট বসান তড়িঘড়ি। চিকিৎসকরা মনে করছেন, সৌরভ অত্যন্ত শৃঙ্খলাপরায়ণ জীবনযাপন করে এসেছে। তাঁকে রীতিমতো ফিটনেস ফ্রিক বলা চলে। কাজেই অনিয়ম তত্ত্ব তাঁর ক্ষেত্রে খাটবে না। সেক্ষেত্রে পরিবারের হৃদরোগের ইতিহাসই মহারাজের এই হার্ট অ্যাটাকের কারণ হতে পারে।