দাদা নেই। বিসিসিআই-তে দাদাগিরি নেই। আর সেই সুযোগে ভারতীয় ক্রিকেটে আবার উঁকি দিচ্ছে জুয়াড়িরা!
2/ 6
সৌরভ গঙ্গোপাধ্যায় আর বিসিসিআই সভাপতি পদে নেই। সেই সুযোগে ভারতীয় ক্রিকেটে আবার ফিরছে অন্ধকার দিন! এমনটাই মনে করছেন অনেকে। তাঁরা সোশ্যাল মিডিয়ায় এমন কথা লিখেছেন।
3/ 6
সৌরভ গঙ্গোপাধ্যায় একটা সময় ফিক্সিং-এর পচা পুকুরে ডুবতে থাকা ভারতীয় ক্রিকেটকে বাঁচিয়েছিলেন। সেই অতীতের কথা এখন মনে করছেন নেটিজেনদের একাংশ।
4/ 6
ভারতীয় দলের ব্য়াটন মহম্মদ আজহারউদ্দিনের হাত থেকে চলে যাওয়ার পর হাল ধরেছিলেন সৌরভ। তিনি ক্রিকেটার ও প্রশাসক, দুই ভূমিকাতেই ভারতীয় ক্রিকেটকে গৌরবান্বিত করেছেন। এখন তিনি পদে নেই। আর সেই সুযোগই নিচ্ছে জুয়াড়িরা। মনে করছেন অনেকে।
5/ 6
নেটিজেনদের একাংশ দাবি করেছেন, দাদা থাকলে আইপিএলে জুয়াড়িদের আনাগোনার হিম্মত থাকত না। দাদাগিরি নেই বলেই আরসিবি পেসার সিরাজকে জুয়াড়িরা ফোন করার সাহস পেল।
6/ 6
সৌরভের মতো ক্যাপ্টেন ও দক্ষ প্রশাসক ভারতীয় ক্রিকেট কমই পেয়েছে। এমনই দাবি করেছেন অনেকে।ৌ
সৌরভ সরতেই ভারতীয় ক্রিকেটে আবার বেটিং! ২৩ বছর আগের 'দাদাগিরি' মনে পড়ছে সবার
সৌরভ গঙ্গোপাধ্যায় আর বিসিসিআই সভাপতি পদে নেই। সেই সুযোগে ভারতীয় ক্রিকেটে আবার ফিরছে অন্ধকার দিন! এমনটাই মনে করছেন অনেকে। তাঁরা সোশ্যাল মিডিয়ায় এমন কথা লিখেছেন।
সৌরভ সরতেই ভারতীয় ক্রিকেটে আবার বেটিং! ২৩ বছর আগের 'দাদাগিরি' মনে পড়ছে সবার
ভারতীয় দলের ব্য়াটন মহম্মদ আজহারউদ্দিনের হাত থেকে চলে যাওয়ার পর হাল ধরেছিলেন সৌরভ। তিনি ক্রিকেটার ও প্রশাসক, দুই ভূমিকাতেই ভারতীয় ক্রিকেটকে গৌরবান্বিত করেছেন। এখন তিনি পদে নেই। আর সেই সুযোগই নিচ্ছে জুয়াড়িরা। মনে করছেন অনেকে।