সৌরভের মতে, যে আইপিএল দলগুলি অধিনায়কদের স্বাধীনতা দিয়েছে, তারাই সাফল্য পেয়েছে৷ উদাহরণ হিসেবে চেন্নাই অধিনায়ক এম এস ধোনি এবং মুম্বইয়ের রোহিত শর্মার কথা বলেন সৌরভ৷ তিনি বলেন, এই আইপিএল দলগুলি অধিনায়কদের পূর্ণ স্বাধীনতা দেওয়াতেই এত সফল৷ Photo- AFP