*মধ্য কলকাতার লোয়ার রওডন স্ট্রিটে ২৬ কাঠা জমি সহ একটি দোতলা বাড়ি কিনেছেন সৌরভ৷ মা, মেয়ে সানা এবং ডোনাকে নিয়ে এখানে থাকবেন তিনি৷ ৪২ কোটি টাকায় এই বাড়িটি তিনি কিনেছেন এক গুজরাতি পরিবারের থেকে৷ ইতিমধ্যেই হয়ে গিয়েছে বাড়ির রেজিস্ট্রেশন এবং বাড়ি হস্তান্তর হয়ে গিয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নামে৷ 8/A Lower Rowdan Street হল দাদার নতুন বাড়ির ঠিকানা৷
এখন এই বাড়িটির নাম বিনানি৷ সেটা সম্ভবত বদলে হবে মা চণ্ডী ভবন, সূত্রের খবর৷নিজের বাড়ি কিনে খুব খুশি বোর্ড সভাপতি৷ মধ্য কলকাতায় থাকার ফলে অন্যান্য জায়গার সঙ্গে তাঁর সংযোগ হবে খুব সহজে৷ ফলে বোর্ডের কাজ হোক বা তাঁর শ্যুটিং স্টুডিও, সৌরভ পৌঁছতে পারবেন বেশ তাড়াতাড়ি৷ (রিপোর্টার-ইরন রায় দেববর্মন)