1/ 5


• প্রেমে -র একটা চিরন্তন বিষয় হল তা গোপন থেকেও প্রকাশিত হতে চায় ৷ এটাই প্রেমের চলন ৷ তরুণ শুভমান গিল এখন একেবারে স্টারকিডদের হার্টথ্রব ৷ পারফরম্যান্সের পাশাপাশি তাঁর লুক, সবই একেবারে ঝকঝকে ৷ সচিন কন্যা সারা-র জনপ্রিয়তাও তুঙ্গে ৷ তিনি শুভমান গিলের সঙ্গে প্রেম করছেন ৷ এই নিয়ে জোরালো গুঞ্জন ৷
3/ 5


• কারণ এখন গুগলে সার্চ করলেই শুভমান গিলের স্ত্রী’র নামের জায়গায় জ্বলজ্বল করছে সারা তেন্ডুলকরের নাম । তবে অবশ্যই এমন ঘটনা বাস্তবে ঘটেনি । এটা একেবারেই একটা যান্ত্রিক গোলযোগ ।
4/ 5


• তবে কিছুদিন আগে এই প্রেমের গুঞ্জনে সিলমোহর দিয়েছিলেন খোদ সারা ৷ নিজের অফিসিয়াল প্রোফাইলে শুভমানের ফিল্ডিংয়ের ছবি পোস্ট করে, সেখানে হৃদয় চিহ্ন দিয়ে ভরিয়ে দেন তিনি ৷ আইপিএল-এ নাইট রাইডার্সের হয়ে খেলছেন ২১ বছরের শুভমান ।