অক্ষয় কুমার, রণবীর সিংয়ের ভাল বন্ধু তিনি। বহুদিন ধরেই তাঁর বলিউডে অভিষেক নিয়ে কথা চলছে। এবার সেটাই সত্যি হচ্ছে। শিখর ধাওয়ান বলিউডে কাজ করে ফেললেন। এবার বলিউডের সিনেমায় দেখা যাবে ভারতীয় দলের গব্বরকে। তবে সিনেমার নাম এখনও জানা যায়নি। ক্যামিও রোল নয়। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন শিখর। ইতিমধ্যে শুটিংয়ের কাজও শেষ করে ফেলেছেন তিনি। গত মাসেই সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন শিখর। তার পর নির্মাতাদের সেই প্রস্তাব গ্রহণ করেন তিনি। চলতি বছরেই সেই সিনেমা রিলিজ করবে বলে জানা যাচ্ছে। গত বছর অক্টোবরে রাম সেতু সিনেমার সেটে অক্ষয় কুমারের সঙ্গে দেখা গিয়েছিল শিখরকে। তখনই অনেকে ভেবেছিলেন, ওই সিনেমায় অভিনয় করবেন গব্বর। অক্ষয় কুমারের ভাল বন্ধু শিখর। বহু অনুষ্ঠানে গব্বরকে দেখা গিয়েছে রণবীর সিংয়ের সঙ্গেও।