1/ 5


কোভিড আক্রান্ত হয়েছিলেন সানিয়া মির্জা। জানালেন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা। যদিও এখন সুস্থ আছেন, কিন্তু যে ভয়াবহ সময়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে সানিয়াকে, সেই বিবরণ বিমর্ষ করবে তাঁর ভক্তদের।
2/ 5


ছ'বারের গ্র্যান্ডস্ল্যাম জয়ী সানিয়ার সন্তান এখন দুই বছরের। কোভিডের দিনগুলি তাঁকে কাটাতে হয়েছিল সন্তানকে ছাড়াই। সানিয়া ট্যুইটারে সে কথা জানিয়ে লেখেন, উপসর্গ ছিল না কিন্তু আমি কোভিডে আক্রান্ত হয়েছিলাম। আর সেই সময়টা গোটা পরিবারকে ছেড়ে আমায় আলাদা ভাবে থাকতে হয়েছিল।
4/ 5


সানিয়ার পরামর্শ পরিবার বন্ধুদের রক্ষা করতে চাইলে করোনা নিয়ে কোনও তামাশা নয়। মাস্ক পরা ও হাত ধোয়া বাধ্যতামূলক।