Indian Cricketers: কোহলি থেকে ধোনি, সচিন থেকে রোহিত, জাহির খান থেকে যুবরাজ, স্ত্রীদের সঙ্গে ছবিতে সুপার ভাইরাল
সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনি, হার্দিক পান্ডিয়া, অনুষ্কা শর্মা, সুরেশ রায়না, জাহির খান, গৌতম গম্ভীর, যুবরাজ সিং-এর ছবি, দাপিয়ে বেড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়


ক্রিকেটারেরা সাধারণ মানুষের কাছে ভগবান ৷ নিজগুণেই তাঁরা দেশের মানুষের কাছে বা দেশবাসীর তাঁদের আরাধ্য দেবতার রূপ নিয়েছেন ৷ এমনকি ক্রিকেটারদের স্ত্রীরাও ভক্তদের অ্যাটেনশান ক্রিয়েট করার চেষ্টা করেছেন ৷ দেশে বিদেশে তাঁরা স্বামীর সঙ্গে ঘুরে বেড়ান ৷ বিরাট কোহলির সঙ্গে বলিউডের সুন্দরী নায়িকা অনুষ্কা শর্মার বিয়ে হয়, তারপরেই ২০২১ এক কন্যা সন্তানের জন্ম দেন অনুষ্কা ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷


প্রাক্তন তারকা বোলার জাহির খান বিয়ে করেছেন সাগরিকা ঘাটকে, তাঁরা বিয়ে করেছেন ২০১৭ সালে ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷


প্রাক্তন অফ স্পিনার হরভজন সিং বিয়ে করেছেন গীতা বাস্রা ৷ এই দুই সন্তানের অভিভাবক হরভজন সিং-এর সঙ্গে স্ত্রীর ছবি সোশ্যাল মিডিয়ায় দুর্দান্ত গতিতে ভাইরাল হয়েছে ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷


প্রাক্তন অলরাউন্ডার যুবরাজ সিং বিয়ে করেছেন অভিনেত্রী হ্যাজেল কিচকে ২০২১৬ সালে ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷


ক্রিকেটের ভগবান সচিন রমেশ তেন্ডুলকর বিয়ে করেছিলেন পিডিস্টিশানিস্ট অঞ্জলি ম্যাহেতাকে ১৯৯৫ সালে ৷ মেয়ে সারা ও ছেলে অর্জুনকে সুখের সংসার সচিন-অঞ্জলির ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷


যজুবেন্দ্র চাহাল বিয়ে করেছেন ধনশ্রী বর্মাকে একই সঙ্গে ইউ টিউবার ও কোরিওগ্রাফার ৷ ২০২০ সালের ডিসেম্বরে সাত পাকে বাঁধা পড়েছেন তাঁরা ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷


প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি বিয়ে করেছেন সাক্ষী ধোনিকে ৷ এই দুই সুন্দর কাপলের একটি ফুটফুটে মেয়ে জিভাকে নিয়েই সোনার সংসার ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷


প্রিয়াঙ্কা চৌধুরিকে বিয়ে করেছেন প্রাক্তন তারকা অলরাউন্ডার সুরেশ রায়না ৷ এক পুত্র ও কন্যা সন্তানের অভিভাবক তাঁরা ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম


রোহিত শর্মা বিয়ে করেচেন তাঁরই স্পোর্টস ম্যানেজার ঋতিকা সচদেহকে ৷ ২০১৫ সালেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন রোহিত ও ঋতিকা ৷ এক সুন্দর মেয়ে আছে তাঁদেরও ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷


প্রাক্তন ক্রিকেটার, প্রাক্তন কলকাতা নাইট রাইডার্স অধিনায়ক, বর্তমানে বিজেপি সাংসদ গৌতম গম্ভীর ২০১১ সালে বিয়ে করেছেন নতাশাকে ৷ দুই মেয়ের অভিভাবক গৌতম-নতাশা ৷ ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম ৷