হোম » ছবি » খেলা » ২২ গজের ঈশ্বর, প্রেমেও তুলতেন তুফান, সচিনের আনটোল্ড লাভ স্টোরি

Sachin Turns 50: বাইশ গজের ঈশ্বর, প্রেমেও তুলতেন তুফান, সচিনের আনটোল্ড লাভ স্টোরি

  • 14

    Sachin Turns 50: বাইশ গজের ঈশ্বর, প্রেমেও তুলতেন তুফান, সচিনের আনটোল্ড লাভ স্টোরি

    মুম্বই: আইলা সচিন! বলে এক বিস্ময় বালক এসে গোটা দেশ তথা গোটা বিশ্বকে চমকে দিয়েছিলেন নিজের ক্রিকেট স্কিল দিয়ে৷ ধীরে ধীরে তিনি নিজের ক্রিকেট কেরিয়ারের একাধিক মাইলস্টোন পেরিয়ে  'ক্রিকেটের ঈশ্বর' হয়ে উঠেছেন৷ সচিন তেন্ডুলকর ২৪ এপ্রিল তাঁর ৫০  তম জন্মদিন উদযাপন করছেন। তেন্ডুলকর ২৪ এপ্রিল ১৯৭৩ এ তিনি মুম্বইতে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম রমেশ তেন্ডুলকর এবং মায়ের নাম রজনী তেন্ডুলকর। সচিনের বাবা রমেশ তাঁর প্রিয় সঙ্গীতশিল্পী শচীন দেব বর্মনের নামে তাঁর নাম রাখেন। সচিনকে ক্রিকেট খেলায় উৎসাহ দিয়েছিলেন  তাঁর বড় ভাই অজিত তেন্ডুলকর। সচিনের  স্ত্রী অঞ্জলি এবং তাঁর দুই সন্তান সারা ও অর্জুন ৷ ৫০ -র সচিনের সঙ্গে তাঁর স্ত্রী অঞ্জলির কেমিস্ট্রি এখনও চোখে পড়ার মতো, তাঁদের প্রেম কাহিনী এত বছরেও কিছুতেই পুরনো হয় না৷

    MORE
    GALLERIES

  • 24

    Sachin Turns 50: বাইশ গজের ঈশ্বর, প্রেমেও তুলতেন তুফান, সচিনের আনটোল্ড লাভ স্টোরি

    অঞ্জলির সঙ্গে দেখা সচিনের
    সচিন তেন্ডুলকর এবং অঞ্জলি মেহতার প্রেমের গল্প খুবই রোমান্টিক।  প্রথমবার তাঁদের বিমানবন্দরে দেখা হয়েছিল এবং ‘লাভ অ্যাট ফার্স্ট সাইট’ অর্থাৎ প্রথম দর্শনেই একে অপরের প্রেমে পড়েছিলেন। অঞ্জলি পেশায় একজন ডাক্তার এবং বয়সে সচিনের থেকে প্রায় ছয় বছরের বড়। তাঁর বাবা একজন ব্যবসায়ী৷  অঞ্জলি নিজের পড়াশুনো মুম্বইতে করেছিলেন৷ সচিন জাতীয় দলের ম্যাচ খেলে ফিরছিলেন সেই সময়েই তাঁদের দেখা হয়৷

    MORE
    GALLERIES

  • 34

    Sachin Turns 50: বাইশ গজের ঈশ্বর, প্রেমেও তুলতেন তুফান, সচিনের আনটোল্ড লাভ স্টোরি

    মহিলা সাংবাদিক হিসেবে সেজে প্রথমবার সচিনের বাড়িতে গিয়েছিলেন অঞ্জলি। দুজনে প্রায় পাঁচ বছর একে অপরকে ডেট করেন, তারপরে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নেন৷ অঞ্জলি জানিয়েছিলেন সচিনের সঙ্গে যখন সিনেমা দেখতে যেতেন তখন খুব ভয় পেতেন কেউ যদি তাঁর সঙ্গীকে সচিন বলে চিনে ফেলে৷

    MORE
    GALLERIES

  • 44

    Sachin Turns 50: বাইশ গজের ঈশ্বর, প্রেমেও তুলতেন তুফান, সচিনের আনটোল্ড লাভ স্টোরি

    ২৫ মে ১৯৯৫ সালে সচিন এবং অঞ্জলি বিবাহবন্ধনে আবদ্ধ হন
    পাঁচ বছর একে অপরকে ডেট করার পরে, সচিন এবং অঞ্জলি ১৯৯৪ তে নিউজিল্যান্ডে বাগদান সেরে নেন। এর পরের বছর ১৯৯৫ -র ৫ মে বিবাহবন্ধনে আবদ্ধ হন৷

    MORE
    GALLERIES