এছাড়া সারা পৃথিবী জুড়ে আজ ‘মাদার্স ডে’ পালন হচ্ছে ৷ এই বিশেষ দিনে সকলেই ‘মা’-দের বিশেষ শুভেচ্ছা জানান ৷ সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই এই বিশেষ দিনটি বেছে নেন নিজেদের আবেগ –ভালোবাসা প্রকাশের জন্য ৷ সচিন থেকে বিরাট, সাইনা হোন বা সানিয়, সাক্ষী বা দীপা কেউই এই বিশেষ দিনে নিজেদের বার্তা সোশ্যাল মিডিয়ায় দিতে ভোলননি ৷ Photo Courtesy : Sachin Tendulkar/ Twitter