বলিউডের বেতাজ বাদশা শাহরুখ খান মনে করেন তার থেকে অনেক বড় তারকা সচিন তেন্ডুলকর। ভারতের জিনিয়াস সচিনকে সব সময় ভালবেসেছেন শাহরুখ
বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন বরাবর খেলা পাগল মানুষ। সচিন তেন্ডুলকরের সঙ্গে দেখা হলেই শ্রদ্ধায় নাকি তার মাথা নেমে আসে বহুবার জানিয়েছেন বচ্চন
রণবীর সিং নিজে কপিল দেবের জীবনী নিয়ে ৮৩ ছবি করেছেন। সচিন তেন্ডুলকর তার বেড়ে ওঠার সময় কত বড় মোটিভেশন ছিল বারবার বলেন এই অভিনেতা
করিনা কাপুর ব্যস্ততার মধ্যেও শুটিং থামিয়ে দিতেন সচিনের খেলা থাকলে। তার শশুর মনসুর আলি খান নিজে ছিলেন ভারতের অধিনায়ক
বলিউডের সুপারস্টার হ্যান্ডসাম হিরো হৃত্বিক রোশন সচিনের পাগল ভক্ত। ঋত্বিক সচিনকে নিজের থেকে অনেক বড় তারকা মনে করেন
আমির খানের সঙ্গে সচিনের সম্পর্ক বহুদিনের। মাস্টার ব্লাস্টারকে নিয়ে গর্ববোধ করেন আমির
বলিউডের প্রাক্তন সুন্দরী অভিনেত্রী শিল্পা শেঠি সচিনের ফ্যান। শিল্পা বহুবার জানিয়েছেন একটা সময় সচিনের খেলা তিনি নিয়মিত দেখতেন
আধুনিক প্রজন্মের অভিনেতাদের মধ্যে অন্যতম আয়ুষ্মান খুরানা ছোটবেলায় ক্রিকেটার হওয়ার স্বপ্ন দেখতেন সচিনের জন্যই। কিন্তু সেটা আর হয়ে ওঠা হয়নি
তরুণ অভিনেতাদের মধ্যে বরুণ ধাওয়ান সচিনের বিরাট ভক্ত। ছোটবেলা থেকে তার ফ্যান। দেখা হলে সচিনের পায়ে হাত দিয়ে প্রণাম করেন
...