সমুদ্রের ধারে রেলিংয়ে বসে ঠাকুমার সঙ্গে শখ করে একটা ছবি তুলেছিল রোনাল্ডো জুনিয়র। সেই ছবি সোশ্যাল সাইটে পোস্ট করার পরই শুরু হয় বিপত্তি।
2/ 5
ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ছেলের পায়ের মোজা কিনা অ্যাডিডাস ব্র্যান্ডের! যে ব্র্যান্ডের পণ্যদূত সিআরসেভেন-এর সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি! তাই সোশ্যাল সাইটে এই ছবি নিয়ে তুলকালাম শুরু হয়।
3/ 5
রোনাল্ডো দীর্ঘদিন ধরেই নাইকির পণ্যদূত। বিভিন্ন সময়ে তিনি নাইকির বিভিন্ন পণ্যের বিজ্ঞাপনে থাকেন। তাঁর ছেলে নাইকির মোজা পরে না কেন! প্রশ্ন তুলেছেন অনেকে।
4/ 5
আসলে কোনো খেলোয়াড় যে কোম্পানির দূত হিসেবে কাজ করেন, সেই সংস্থার পণ্য ব্যবহারে বাধ্য থাকেন। তার মানে এই নয় যে তাঁর পরিবারের সদস্যদেরও একই সংস্থার ব্যবহার করতে হবে! এটা অবশ্য রোনাল্ডো ভক্তদের অনেকেই জানেন না।
5/ 5
ব্যাপারটা এতদূর গড়িয়ে যায় যে রোনাল্ডো খোদ আসরে নামেন। তিনি লেখেন, আমার ছেলের যেটা ইচ্ছে ও সেটাই পরবে। আপনাদের ইচ্ছেমতো পরবে না।