একদিনের ক্রিকেটে রোহিত শর্মার তিনটি ডাবল সেঞ্চুরি। যা একটি রেকর্ড। বিশ্বের কোনও ব্যাটারের নেই সেই রেকর্ড। সেখানে বিরাট কোহলি এখনও একটিও ডাবল সেঞচুরি ওডিআইতে করতে পারেননি।
2/ 8
একদিনের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ডও রোহিত শর্মার দখলে। ২৬৪ রান রোহিত শর্নার ওডিআই বেস্ট। সেখানে বিরাট কোহলির একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রান ১৮৩।
3/ 8
২০১৩ সালে অভিষেক টেস্টেই শতরান করেছিলেন রোহিত শর্মা। সচিন তেন্ডুলকরের বিদায়ী টেস্টে ১৭৭ রানের স্মরণীয় ইনিংস খেলেছিলেন রোহিতষ আর বিরাট কোহলি ২০১১ সালে অভিষেক টেস্টে দুই ইনিংসে ৪ ও ১৫ রান করেছিলেন।
4/ 8
২০১১, ২০১৫ ও ২০১৯ মোট তিনটি ওডিআই বিশ্বকাপ খেলে বিরাট কোহলি মাত্র ২টি শতরান করেছেন। সেখানে রোহিত শর্মা ২০১৫ ও ২০১৯ দুটি বিশ্বকাপ খেলে ৬টি শতরান করেছেন।
5/ 8
এক ওডিআই বিশ্বকাপে সর্বাধিক ৫টি সেঞ্চুরি করার রেকর্ড রোহিত শর্মা দখলে। ২০১৯ সালে এই কীর্তি গড়েছিলেন হিটম্যান। ২০১৫ বিশ্বকাপে কুমার সাঙ্গাকারার ৪টি সেঞ্চুরির রেকর্ড ভাঙেন রহিত। যেই রেকর্ড বিরাট কোহলির নেই।
6/ 8
ওয়ানডে ক্রিকেটে ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সর্বাধিক ছক্কা হাঁকিয়েছেন রোহিত। শুধু তাই নয়, সর্বোচ্চ ছক্কার রেকর্ডে তৃতীয় স্থানে রয়েছেন তিনি। সেখান বিরাট কোহলি ভারতীয়দের মধ্যে ষষ্ঠ স্থানে ও আন্তর্জাতির ক্ষেত্রে ১৯ তম স্থানে।
7/ 8
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বাধিক শতরানের মালিকের নাম রোহিত শর্মা। হিটম্যানের নামের পাশে মোট ৪টি শতরান রয়েছে। সেখানে বিরাট কোহলি এখনও পর্যন্ত মাত্র একটি শতরান করেছেন।
8/ 8
২০১৩ আইপিএলে একই বছরে রোহিত শর্মা ও বিরাট কোহলি দুজনেই অধিনায়ক হন। রোহিত এখনও পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সর্বাধিক পাঁচবার আইপিএল ট্রফি জিতেছেন। কিন্তু আইপিএল জয়ের স্বপ্ন বিরাট কোহলির এখনও অধরাই রয়ে গেছে।
Rohit Sharma Birthday: এই ৮ বিষয়ে রোহিত শর্মার কাছে 'ডাহা ফেল' বিরাট কোহলি, হিটম্যানের জন্মদিনে রইল সেই তথ্য
একদিনের ক্রিকেটে রোহিত শর্মার তিনটি ডাবল সেঞ্চুরি। যা একটি রেকর্ড। বিশ্বের কোনও ব্যাটারের নেই সেই রেকর্ড। সেখানে বিরাট কোহলি এখনও একটিও ডাবল সেঞচুরি ওডিআইতে করতে পারেননি।
Rohit Sharma Birthday: এই ৮ বিষয়ে রোহিত শর্মার কাছে 'ডাহা ফেল' বিরাট কোহলি, হিটম্যানের জন্মদিনে রইল সেই তথ্য
একদিনের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ডও রোহিত শর্মার দখলে। ২৬৪ রান রোহিত শর্নার ওডিআই বেস্ট। সেখানে বিরাট কোহলির একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রান ১৮৩।
Rohit Sharma Birthday: এই ৮ বিষয়ে রোহিত শর্মার কাছে 'ডাহা ফেল' বিরাট কোহলি, হিটম্যানের জন্মদিনে রইল সেই তথ্য
২০১৩ সালে অভিষেক টেস্টেই শতরান করেছিলেন রোহিত শর্মা। সচিন তেন্ডুলকরের বিদায়ী টেস্টে ১৭৭ রানের স্মরণীয় ইনিংস খেলেছিলেন রোহিতষ আর বিরাট কোহলি ২০১১ সালে অভিষেক টেস্টে দুই ইনিংসে ৪ ও ১৫ রান করেছিলেন।
Rohit Sharma Birthday: এই ৮ বিষয়ে রোহিত শর্মার কাছে 'ডাহা ফেল' বিরাট কোহলি, হিটম্যানের জন্মদিনে রইল সেই তথ্য
২০১১, ২০১৫ ও ২০১৯ মোট তিনটি ওডিআই বিশ্বকাপ খেলে বিরাট কোহলি মাত্র ২টি শতরান করেছেন। সেখানে রোহিত শর্মা ২০১৫ ও ২০১৯ দুটি বিশ্বকাপ খেলে ৬টি শতরান করেছেন।
Rohit Sharma Birthday: এই ৮ বিষয়ে রোহিত শর্মার কাছে 'ডাহা ফেল' বিরাট কোহলি, হিটম্যানের জন্মদিনে রইল সেই তথ্য
এক ওডিআই বিশ্বকাপে সর্বাধিক ৫টি সেঞ্চুরি করার রেকর্ড রোহিত শর্মা দখলে। ২০১৯ সালে এই কীর্তি গড়েছিলেন হিটম্যান। ২০১৫ বিশ্বকাপে কুমার সাঙ্গাকারার ৪টি সেঞ্চুরির রেকর্ড ভাঙেন রহিত। যেই রেকর্ড বিরাট কোহলির নেই।
Rohit Sharma Birthday: এই ৮ বিষয়ে রোহিত শর্মার কাছে 'ডাহা ফেল' বিরাট কোহলি, হিটম্যানের জন্মদিনে রইল সেই তথ্য
ওয়ানডে ক্রিকেটে ভারতীয় ব্যাটসম্যান হিসেবে সর্বাধিক ছক্কা হাঁকিয়েছেন রোহিত। শুধু তাই নয়, সর্বোচ্চ ছক্কার রেকর্ডে তৃতীয় স্থানে রয়েছেন তিনি। সেখান বিরাট কোহলি ভারতীয়দের মধ্যে ষষ্ঠ স্থানে ও আন্তর্জাতির ক্ষেত্রে ১৯ তম স্থানে।
Rohit Sharma Birthday: এই ৮ বিষয়ে রোহিত শর্মার কাছে 'ডাহা ফেল' বিরাট কোহলি, হিটম্যানের জন্মদিনে রইল সেই তথ্য
আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে সর্বাধিক শতরানের মালিকের নাম রোহিত শর্মা। হিটম্যানের নামের পাশে মোট ৪টি শতরান রয়েছে। সেখানে বিরাট কোহলি এখনও পর্যন্ত মাত্র একটি শতরান করেছেন।
Rohit Sharma Birthday: এই ৮ বিষয়ে রোহিত শর্মার কাছে 'ডাহা ফেল' বিরাট কোহলি, হিটম্যানের জন্মদিনে রইল সেই তথ্য
২০১৩ আইপিএলে একই বছরে রোহিত শর্মা ও বিরাট কোহলি দুজনেই অধিনায়ক হন। রোহিত এখনও পর্যন্ত মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সর্বাধিক পাঁচবার আইপিএল ট্রফি জিতেছেন। কিন্তু আইপিএল জয়ের স্বপ্ন বিরাট কোহলির এখনও অধরাই রয়ে গেছে।