এক কামরার ঘর। সেখান থেকে ভারতীয় দলের ড্রেসিংরুম। রোহিত শর্মা হওয়া এত সহজ ছিল না। তবে মনে জেদ ছিল। আর সঙ্গে প্রতিভা। তাতে ভর করেই আজ তিনি হিটম্যান।
2/ 7
১৯৮৭ সালের ৩০ এপ্রিল নাগপুরে রোহিতের জন্ম। তাঁর বাবা গুরুনাথ শর্মা একটি ফার্মের কেয়ারটেকার ছিলেন। রোহিতের এক ভাই আছেন। তাঁর নাম বিশাল। ছোট থেকে সংসারে অভাব দেখেই বড় হয়েছেন রোহিত ও বিশাল।
3/ 7
মাত্র দেড় বছর বয়সে নাগপুর থেকে মুম্বইয়ে এসে দাদু দিদার সঙ্গে থাকতে শুরু করেন রোহিত। সেই সময় ভর্তি হন মুম্বইয়ের স্কুলে। ১৯৯৯ সালে প্রথম রোহিত শর্মাকে ক্রিকেট অ্যাকাডেমিতে ভর্তির জন্য আর্থিক সাহায্য করেন কাকা ও তাঁর বন্ধুরা।
4/ 7
রোহিত ক্রিকেট মাঠে অফ স্পিনার হিসেবে যাত্রা শুরু করেছিলেন। কোচ দীনেশ লাডের তত্ত্বাবধানে তাঁর কেরিয়ার শুরু। কোচ দীনেশ লাডই তাঁকে স্বামী বিবেকানন্দ আন্তর্জাতিক স্কুলে পড়ার জন্য স্কলারশিপের ব্যবস্থা করে দিয়েছিলেন।
5/ 7
স্কুল জীবনে রোহিত ব্যাট করতেন সাত-আট নম্বরে। সেখান থেকে রোহিতকে দিয়ে ওপেন করানোর পরিকল্পনাও কোচ দীনেশ লাডের।
বাড়ি বাড়ি দুধের প্যাকেট দিতেন, সেই ছেলে আজ ভারতীয় দলের ক্যাপ্টেন! শুভ জন্মদিন 'হিটম্যান'
১৯৮৭ সালের ৩০ এপ্রিল নাগপুরে রোহিতের জন্ম। তাঁর বাবা গুরুনাথ শর্মা একটি ফার্মের কেয়ারটেকার ছিলেন। রোহিতের এক ভাই আছেন। তাঁর নাম বিশাল। ছোট থেকে সংসারে অভাব দেখেই বড় হয়েছেন রোহিত ও বিশাল।
বাড়ি বাড়ি দুধের প্যাকেট দিতেন, সেই ছেলে আজ ভারতীয় দলের ক্যাপ্টেন! শুভ জন্মদিন 'হিটম্যান'
মাত্র দেড় বছর বয়সে নাগপুর থেকে মুম্বইয়ে এসে দাদু দিদার সঙ্গে থাকতে শুরু করেন রোহিত। সেই সময় ভর্তি হন মুম্বইয়ের স্কুলে। ১৯৯৯ সালে প্রথম রোহিত শর্মাকে ক্রিকেট অ্যাকাডেমিতে ভর্তির জন্য আর্থিক সাহায্য করেন কাকা ও তাঁর বন্ধুরা।
বাড়ি বাড়ি দুধের প্যাকেট দিতেন, সেই ছেলে আজ ভারতীয় দলের ক্যাপ্টেন! শুভ জন্মদিন 'হিটম্যান'
রোহিত ক্রিকেট মাঠে অফ স্পিনার হিসেবে যাত্রা শুরু করেছিলেন। কোচ দীনেশ লাডের তত্ত্বাবধানে তাঁর কেরিয়ার শুরু। কোচ দীনেশ লাডই তাঁকে স্বামী বিবেকানন্দ আন্তর্জাতিক স্কুলে পড়ার জন্য স্কলারশিপের ব্যবস্থা করে দিয়েছিলেন।