এ কেমন বিরাট কোহলি! কিং কোহলির এত খারাপ ফর্ম! জাতীয় দলের পর আইপিএলেও একইরকম অফ ফর্ম চলছে কোহলির। ফাফ ডুপ্লেসি অধিনায়ক হওয়ার পর তরতরিয়ে এগোচ্ছে আরসিবি। এদিনও কে এল রাহুলের লখনউয়ের বিরুদ্ধে ১৮ রানে জিতল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রথমে ব্যাটিং ৬ উইকেটে করে ১৮১ রান তুলেছিল আরসিবি। ৬৪ বলে ৯৬ রান করেন ফাফ। জোস ্যাজলউড এদিন চার উইকেট নেন। লখনউ ব্যাটারদের বারবার সমস্যায় ফেলছিলেন দীর্ঘদেহী পেসার। এদিন কোহলিকে প্রথম বলেই প্যাভিলিয়নে ফেরান দুষ্মন্ত চামিরা।