১৯৮৩ সালে ভারতের প্রথম ক্রিকেট বিশ্বকাপ জয়ের টুর্ণামেন্টে দলের অন্যতম সদস্য ছিলেন রবি শাস্ত্রী। লড়াকু ব্যাটসম্যান এবং অর্থোডক্স বাঁহাতি স্পিনার হিসেবে ভারতকে বহু ম্যাচ সার্ভিস দিয়েছেন
2/ 11
ভারতীয় ক্রিকেটে রবি শাস্ত্রী ক্রিকেটার হিসেবে অবদান খুব কম নয়। সুনীল গাভাসকার, সৈয়দ কিরমানি, দিলীপ ভেঙ্গসরকারদের ভারতীয় দলে রবি শাস্ত্রী অপরিহার্য ছিলেন
3/ 11
স্ত্রী রিতু সিং কে নিয়ে সুখের সংসার ছিল একটা সময়। কিন্তু দুজনের সম্পর্কে টানাপোড়েন কম ছিল না। একটা সময় পর ডিভোর্স পর্যন্ত গড়ায় এই সম্পর্ক
4/ 11
বলিউডের প্রাক্তন হিরোইন এবং সাইফ আলি খানের প্রাক্তন স্ত্রী অমৃতা সিং এবং রবি শাস্ত্রির প্রেম কাহিনী ভারতীয় ক্রিকেট মহলে আলোড়ন তৈরি করেছিল। যদিও সেই সম্পর্ক দানা বাঁধেনি
5/ 11
বলিউডের অভিনেত্রী নিমরাত কউ র এবং রবি শাস্ত্রির সম্পর্কে জড়িয়ে পড়ার কথা শোনা যায়। একটা সময় দুজনকে এক সঙ্গে ডিনার করতে এবং বেশ কিছু ফ্যাশন শোতে যেতে দেখা যেত
6/ 11
রবি শাস্ত্রী থাকবেন, অথচ ওয়াইন বা হুইস্কি থাকবে না সেটা সম্ভব নয়। তিনি পানীয় খেতে ভালোবাসেন সেটা নিয়ে কোন রাখঢাক করেন না
7/ 11
ক্রিকেটের বাইরে রঙিন জীবন পছন্দ করেন রবি শাস্ত্রী। সম্প্রতি তার একটি বিজ্ঞাপন এসেছে টিভিতে। সেখানে রঙিন সানগ্লাস এবং নিওন সুট পড়ে বিভিন্ন ডায়লগ বলতে দেখা যাচ্ছে রবি শাস্ত্রীকে
8/ 11
দুজনে একি সংস্থার কর্মী হলেও সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে রবি শাস্ত্রির সম্পর্ক কাঁটার মতো। সৌরভকে নিয়ে অতীতে বেফাঁস মন্তব্য করেছিলেন রবি
9/ 11
তবে ক্রিকেট ছাড়ার পর ভারতীয় ক্রিকেট দলের প্রধান উপদেষ্টা হিসেবে কাজ করেছেন। পরে কোচ হিসেবে দায়িত্ব সামলেছেন। মহেন্দ্র সিং ধোনি সম্পর্কে উচ্ছ্বসিত প্রশংসা করেন রবি
10/ 11
বিরাট কোহলির সঙ্গে রবি শাস্ত্রী কোচ হিসেবে আইসিসি টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হতে পারেননি। কিন্তু সাফল্য কম নয়। তার আমলে দীর্ঘদিন ভারত টেস্ট ক্রিকেটের সেরা দল ছিল
11/ 11
কমেন্টেটর হিসেবেও নাম রয়েছে রবি শাস্ত্রীর। স্মার্ট, ঝরঝরে ইংরেজি এবং বিখ্যাত ট্রেসার বুলেট শব্দ ভাষ্যকার হিসেবে তাকে বিখ্যাত করেছে