এই মুহূর্তে ক্রিকেট বিশ্বকাপ নিয়ে উত্তাল দুনিয়া ৷ এরমধ্যেই কপিলদেবের বায়োপিকে ব্যস্ত রণবীর কাপুর ৷ তাই ক্রিকেটের মধ্যেই রয়েছেন তিনি ৷ Photo Courtesy- 83 The Film/ Twitter Handle
2/ 5
বিলেতে বিশ্বকাপের মরশুমে ঘুরে বেড়াচ্ছেন রণবীর ৷ আর দেদার তারকা ক্রিকেটারদের সঙ্গে ছবিও তুলছেন দেদার৷ Photo Courtesy- Ranveer Kapoor/ Instagram
3/ 5
সচিন থেকে ক্যারিবিয়ান মাস্টারক্লাস ভিভিয়ান রিচার্ডস সকলের সঙ্গেই ফ্রেম তৈরি করলেন ৷ Photo Courtesy- Ranveer Kapoor/ Instagram
4/ 5
শ্যেন ওয়ার্নের সঙ্গেও রয়েছে দারুণ ছবি ৷ Photo Courtesy- Ranveer Kapoor/ Instagram
5/ 5
তবে একসময়ে কপিলদেবের সঙ্গে যাঁর সম্পর্ক নিয়ে হালকা গুঞ্জন আছে সুনীল গাভাসকরের সম্পর্ক ছিল অম্ল মধুর ৷ সেই গাভাসকরের সঙ্গেও ছবি তোলেন সানির সঙ্গে ৷ Photo Courtesy- Ranveer Kapoor/ Instagram