ক্রিকেট মানেই এদেশে আলাদা আবেগ। ক্রিকেটার মানেই আমাদের দেশে আপার অর্থ, যশ। ঠিক যেমন বিরাট কোহলির। নিজের প্রতিভার জোরে বিরাট কোহলি যা উপার্জন করেছেন, তা স্বপ্নের মতো।
2/ 6
এবার বিরাট কোহলির সম্পর্কে পড়ুয়াদের লিখতে হবে। বিরাটকে নিয়ে একটি প্রশ্নপত্র সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
3/ 6
নবম শ্রেনীর পরীক্ষায় প্রশ্নপত্রে বিরাট কোহলির ছবি। সেই ছবি এখন ভাইরাল। পরীক্ষার্থীদের বলা হয়েছে, বিরাটের ছবি দেখে তাঁর সম্পর্কে লিখতে।
4/ 6
বিরাট কোহলির এই ছবি দিয়ে প্রশ্নপত্রে তাঁর সম্পর্কে ১০০-১২০ শব্দ লেখার কথা বলা হয়েছিল।
5/ 6
এটি খুব সম্ভবত ইংরেজি প্রশ্নপত্র। তবে কোন স্কুলের কোন পরীক্ষার প্রশ্ন তা এখনও জানা যায়নি।
6/ 6
কোহলির এই ভাইরাল ছবি দেখার পর থেকে বিরাট ভক্তদের আনন্দের সীমা নেই। প্রিয় তারকাকে বইয়ের পাতায় দেখে তাঁর গর্বিত।
এই প্রথম! বিরাট কোহলি এবার পরীক্ষার প্রশ্নপত্রে! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি
ক্রিকেট মানেই এদেশে আলাদা আবেগ। ক্রিকেটার মানেই আমাদের দেশে আপার অর্থ, যশ। ঠিক যেমন বিরাট কোহলির। নিজের প্রতিভার জোরে বিরাট কোহলি যা উপার্জন করেছেন, তা স্বপ্নের মতো।