পর্তুগালের রোনাল্ডো এবং আইসল্যান্ডের গানারসনের মধ্যে সে দিন যে কিছু একটা হয়েছিল, আন্দাজ পেয়েছিল আন্তর্জাতিক মিডিয়া। জার্মানির ‘বিল্ড’ পুরো ঘটনাটাকে এখন তুলে এনেছে। রোনাল্ডোকে ‘পৃথিবীর সবচেয়ে উদ্ধত মানুষ’ বলে উল্লেখ করা ছেড়ে দেওয়া যাক। জার্মান কাগজ ঘটনার আরও গভীরে ঢুকেছে। তাদের দাবি, গানারসন সে দিন ম্যাচের পর রোনাল্ডোর কাছে রিয়াল মাদ্রিদের নতুন জার্সিটা চেয়েছিলেন। যার উত্তরে রোনাল্ডো নাকি বলেন, ‘‘তোমার সঙ্গে জার্সি বদল! তুমি কে হে?’’