1/ 7


৫০ মিটার রাইফেলে দেশকে রুপো এনে দিলেন সঞ্জীব রাজপুত। এই নিয়ে টানা চারবার এশিয়াডের আসরে পদক জিতলেন তিনি।
3/ 7


এয়ার পিস্তলে ২টি পদক জিতল ভারত ৷ ১০ মিটার এয়ার পিস্তলে সোনা এসেছে ভারতের দখলে ৷ সোনা জিতলেন ১৬ বছরের সৌরভ চৌধুরি (Middle) ৷ একই ইভেন্টে ব্রোঞ্জ জয় অভিষেক বর্মার (Left) ৷ (Image: AP)
4/ 7


সৌরভ ও অভিষেক বর্মার এই পদক জেতাতেও তৈরি হয়েছে রেকর্ড ৷ একই বিভাগে এই প্রথম দুটি পদক এল ভারতের ঘরে ৷ (Image: AP)
5/ 7


সৌরভের জয়ে এশিয়াডে ভারতের ঘরে এল তৃতীয় সোনা ৷ ভারতের নবীনতম শুটার হিসেবে সৌরভ সোনা জেতার নজির গড়লেন ৷ (Image: AP)
6/ 7


সৌরভের জয়ে এশিয়াডে ভারতের ঘরে এল তৃতীয় সোনা ৷ ভারতের নবীনতম শুটার হিসেবে সৌরভ সোনা জেতার নজির গড়লেন ৷ মাত্র ১৬ বছরে সোনা জিতে রানার রেকর্ড ভাঙলেন সৌরভ ৷ এটাই সৌরভের প্রথম সিনিয়ার টর্নামেন্ট ৷ (Image: AP)