শনিবার বিজেবি অটোনোমাস কলেজের এক ছাত্রী সিনিয়রদের র্যাগিংয়ের অত্যাচার সহ্য করতে না পেরে আত্মহত্যা করেছিলেন। তার পরই র্যাগিং নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন ভারতীয় অ্যাথলিট দ্যুতি চাঁদ।
2/ 6
যখন বিজেবি অটোনোমাস কলেজের সামনে ধর্নায় বসেছেন অভিভাবক ও শিক্ষার্থীরা। দ্যুতি নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।
3/ 6
দ্যুতি চাঁদ জানিয়েছেন, ২০০৬-০৮ সালে ভুবনেশ্বরের স্পোর্টস হোস্টেলে থাকার সময় তাঁরও ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছিল। সিনিয়রা তাঁর উপর অত্যাচার করত।
4/ 6
অলিম্পিয়ান দ্যুতি চাঁদ দাবি করেছেন, তিনি সেই সময় সিনিয়রদের বডি মাসাজ করে দিতেন। এমনকী তাঁকে সিনিয়রদের জামা-কাপড় কেচে দিতে হত।
5/ 6
অলিম্পিয়ান দ্যুতি চাঁদ আও দাবি করেছেন, সেই সময় হোস্টেলের সুপারকে এই নিয়ে অভিযোগ জানালে জুটত তিরস্কার। সিনিয়র অত্যাচার তাঁকে মানসিকভাবে ভেঙে দিয়েছিল বলেও দাবি করেছেন দ্যুতি।
6/ 6
শিক্ষা প্রতিষ্ঠানে র্যাগিং এড়ানোর টিপস দিয়ে একটি পোস্ট করা হয়েছিল ফেসবুকে। সেই পোস্টে নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন দ্যুতি। তা নিয়ে এখন ভারতীয় ক্রীড়ামহলে হইচই পড়ে গিয়েছে।