

•দাদা বলেন ৪০ বছর বয়সে নতুন করে জীবন শুরু হয়, এটাই ছিল জনপ্রিয় রান্নার তেলের বিজ্ঞাপনের ট্যাগ লাইন৷ কিন্তু দাদার হার্ট অ্যাটাকের পর সেই নিয়েই শুরু হল শোরগোল৷ নেটিজেনরা অনেকেই নানা রকম মিম শেয়ার করতে শুরু করলেন৷ ব্যাস বন্ধ করা হল বিজ্ঞাপন৷


•বেশি মাত্রায় তেল খেলে শরীর খারাপ হতে পারে৷ এমন কথা প্রায় শোনা যায়৷ বিশেষ করে সঠিক ডায়ট মেনে খাবার খেতে গেলে বা শরীরের বাড়তি মেদ ঝড়াতে গেলে তেল খাওয়া কম করতে হবে৷ এমনটাই পরামর্শ দেন চিকিৎসকরা৷


•তবে এই বিশেষ ব্যান্ডের তেলের বিজ্ঞাপনে দেখা যায় যে প্রাক্তন ভারতীয় টিমের ক্যাপ্টেন এবং বর্তমান বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বলছেন যে তেলে ভাজা খাবার খান নিশ্চিন্তে৷ কারণ যেই তেলের বিজ্ঞাপন তিনি করতেন, সেই বিশেষ ধরণের তেল ভাল রাখে হৃদয়৷ এমনই ছিল বিজ্ঞাপনে সৌরভের বক্তব্য৷


•তবে হঠাৎ করে মহারাজের হার্ট অ্যাটাকের পর এই বিজ্ঞাপনের ওপর বাড়ল রোষ৷ নেট দুনিয়ায় এই নিয়ে শুরু হল নানা রকম নেতিবাচক কমেন্ট৷ ব্যাপক ট্রোলিং-এর মুখে পড়ল এই সংস্থা৷ প্রশ্ন উঠল কীভাবে না পরখ করে এধরণের বিজ্ঞাপন করছেন সৌরভ৷ এমনকি কির্তি আজাদও এই নিয়ে ট্যুইট করেন৷