#নয়াদিল্লি : হাতে মাত্র হাতে গোনা চারটি দিন তারপরেই বার্মিংহ্যামে শুরু হবে কমনওয়েলথ গেমস ২০২২৷ ভারতীয় দল সেই মঞ্চ থেকে একাধিক পদক পাবে এমন সম্ভবনা দেখছে ভারতীয় ক্রীড়ামহল৷ সেই আশাতেই আরও হাওয়া লাগল যখন অলিম্পিক্সে জ্যাভলিনে সোনা জয়ী নীরজ চোপড়া (Neeraj Chopra) বিশ্ব অ্যাথলেটিক্স মিটে রূপোর পদক জিতলেন৷ দুটো সর্বোচ্চ পারফরমারদের মঞ্চেই সেরা পারফরম্যান্স ভারতীয় নীরজ চোপড়ার৷
গত বছর অনুষ্ঠিত হওয়া ২০২০ টোকিও অলিম্পিক্সে জ্যাভলিন থ্রোয়ে বিভাগে ভারতকে সোনা এনে দিয়েছিলেন নীরজ চোপড়া। এই সময়ে তিনি ৮৭.৫৮ মিটার ছুঁড়েছিলেন৷ শুধু তা-ই নয়, ওই প্রতিযোগিতায় তিনি পরপর দুবার নিজের রেকর্ড ভেঙেছেন। ফলে এ-বার কমনওয়েলথ গেমসেও যে ২৪ বছর বয়সী এই তারকা ভারতকে দ্বিতীয় সোনাটি এনে দিতে পারেন, সে কথা হলফ করে বলে দেওয়া যায়।