ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টে অলিম্পিকে ভারতের একমাত্র সোনার পদকজয়ী তিনি। টোকিও অলিম্পিকে ভারতকে সোনা জয়ের স্বাদ পাইয়ে দিয়েছিলেন নীরজ চোপড়া।
2/ 6
অলিম্পিকে সোনা জয়ের এক বছর পর আবার স্বমহিমায় ট্র্যাকে ফিরেছেন নীরজ। জ্যাভেলিন যে তাঁর প্যাশন, ভালবাসা সেটা আরও একবার প্রমাণ করলেন হরিয়ানার অ্যাথলিট।
3/ 6
অলিম্পিকে সোনা জয়ের পর আত্মতুষ্টিতে ভোগেননি তিনি। বরং আরও ধারালো করেছেন নিজেকে। নীরজ চোপড়া যে রেকর্ড করে অলিম্পিকে সোনা জিতেছিলেন, এবার সেটা নিজেই ভেঙে দিলেন।
4/ 6
ফিনল্যান্ডে পাভো নুরমি গেমস-এ নীরজ নিজের অলিম্পিক রেকর্ড ভাঙলেন। তবে এই টুর্নামেন্টে তাঁর সোনা জয় হল না।
5/ 6
টোকিও অলিম্পিকে ৮৮.০৭ মিটার জ্যাভেলিন থ্রো করে সোনা জিতেছিলেন নীরজ। ফিনল্যান্ডের টুর্নামেন্টে ৮৯.০৩ মিটার থ্রো করেও সোনা জয় হল না তাঁর।
6/ 6
ফিনল্যান্ডের অলিভার হেলান্ডার ৮৯.৮৩ মিটার জ্যাভেলিন থ্রো করে সোনা জিতেছেন। তবে নীরজ অলিম্পিকে সোনা জয়ের পর আরও বেশি পরিশ্রম করছেন।