জোস বাটলার একাই হারিয়ে দিলেন মুম্বই ইন্ডিয়ান্সকে। এবারের আইপিএলের প্রথম সেঞ্চুরি করলেন ইংরেজ ব্যাটার। ৬৬ বলে বাটলারের সেঞ্চুরি। তবুও ২০০ রানের গণ্ডি পেরোতে পারল না রাজস্থান রয়্যালস। তারা করল ১৯৩। তবে তাতেই জয়ের রাস্তা খুলে গেল। রোহিত শর্মা ফ্লপ। ঈষান কিষাণ ৪৩ বলে ৫৪ রান করলেন। তবে দলকে জেতাতে পারলেন না। অখ্যাত তিলক বর্মা ৩৩ বলে ৬১ রান করলেন। অশ্বিন, চাহালদের বোলিংয়ের সামনে এদিন সেভাবে দাঁড়াতে পারলেন না মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটাররা। মুম্বইয়ের বোলিং লাইনের প্রশংসা করেছিলেন অনেকে। তবে এদিন মুম্বইয়ের বোলারদের নিয়ে ছেলেখেলা করলেন বাটলার। রাজস্থান রয়্যালসের চাহাল এদিন ২টি উইকেট পেয়েছেন। মুম্বইয়ের ইনিংস শেষ ১৭০ রানে।