

• একটা রান আউট ৷ ভেঙে গেল কোটি কোটি ভারতীয়ের হৃদয় ৷ শত টুকরো হয়ে মন খারাপের বিন্দুরা ছড়িয়ে পড়ল খান খান হয়ে ৷ বিগত ৪ বছর ধরে যে স্বপ্নটা তিলে তিলে গড়ে তোলা, তা নিমেষে শেষ হয়ে গেল মহেন্দ্র সিং ধোনি নামের ভরসার ব্যাটটা থেমে যাওয়ায় ৷ ছবি: ট্যুইটার ৷


• নিউজিল্যান্ডের কাছে দেশের ভরাডুবিকে রুখতে শক্ত চোয়ালে এদিন মাঠে নেমেছিলেন ধোনি ৷ সঙ্গে পেলেন যোগ্য পার্টনারকে ৷ ১০৪ বলে ১১৬ রানের পার্টনারশিপ শেষ হল জাডেজার ক্যাচ আউটে ৷ কিন্তু দেশবাসীর আশাটা তখনও বেঁচে ছিল একটা নামের জোরে ৷ শেষ পর্যন্ত সবাই ভেবেছিলেন মাহি থাকলে আজ আমরাই হাসব শেষ হাসি ৷ ছবি: ট্যুইটার ৷


• কিন্তু স্কোয়ার লেগ থেকে মার্টিন গাপ্টিলের অবিশ্বাস্য থ্রো। উইকেটে নয়, যেন একেবারে বিশ্বকাপের গায়েই থ্রোটা করলেন তিনি! ক্রিজে ঢুকতে মরিয়া ধোনি তখন ইঞ্চি খানেক বাইরে। স্বপ্ন শেষ টিম ইন্ডিয়ার। ছবি: ট্যুইটার ৷


• ১০ বলে তখনও ২৫ করতে হবে ভারতকে। প্যাভিলিয়নে ফিরলেন বিশ্বের এক নম্বর ফিনিশার ৷ ১৮ রানে ভারত জয়ের পর কিউই অধিনায়ক মার্টিন গাপ্টিলও স্বীকার করলেন, ধোনির রান আউট হওয়াই ম্যাচ ঘুরিয়ে দিয়েছে। কিন্তু এ রান আউট নিয়ে শুরু হয়েছে বিতর্কও ৷ ছবি: ট্যুইটার ৷


• সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই ছবি ৷ প্রশ্ন উঠছে, ভুল আম্পায়ারিংয়েই কি তাহলে স্বপ্ন ভেঙেছে দেশবাসীর? ফিরে যেতে হয়েছে ধোনিকে? লকি ফার্গুসনের যে ডেলিভারিতে রান আউট হলেন ধোনি সেটি বৈধ ছিল কি না তা নিয়ে নানা প্রশ্ন উঠছে ৷ কারণ ওই একটি বলের বৈধ-অবৈধ হওয়ার উপর ভিত্তি করেই তৈরি হয়েছে জয়-পরাজয়ের রূপরেখাটা ৷ ছবি: ট্যুইটার ৷


• ম্যাচের সে মুহূর্তে (৪৯তম ওভার) তৃতীয় পাওয়ার প্লে চলছিল, যখন নিয়ম অনুযায়ী ৩০ গজের বাইরে পাঁচজন ফিল্ডার রাখতে হয়। কিন্তু ফার্গুসনের ওই ডেলিভারির (৪৮.৩) আগে টিভিতে একটি গ্রাফিক্স দেখানো হয় ৷ যেখানে দেখা যায় নিউজিল্যান্ডের ৬ জন ফিল্ডার ৩০ গজের বাইরে। বাউন্ডারি সীমানায় ৬ জন ফিল্ডার রাখার সুবিধা থেকেই ধোনিকে ওই বলে ২ রান নিতে দেয়নি নিউজিল্যান্ড। বরং রান আউট হতে হয় ধোনিকে। ছবি: ট্যুইটার ৷


• আর নিয়ম অনুযায়ী ফার্গুসনের ডেলিভারিটি ‘নো বল’ হওয়ার কথা। তবে এটাও মনে রাখতে হবে ‘নো বল’ হলেও ধোনি কিন্তু রান আউটই হতেন (নো বলে ব্যাটসম্যান রান আউট হতে পারে)। ছবি: ট্যুইটার ৷


• প্রশ্ন উঠছে অন্য দিকে ৷ আম্পায়ারের চোখে ডেলিভারিটি ‘নো বল’ হলে অমন ঝুঁকি নিয়ে ধোনি নিশ্চয়ই ২ রান নেওয়ার চেষ্টা করতেন না? কারণ পরের ডেলিভারিটি হত ‘ফ্রি হিট’। ছবি: ট্যুইটার ৷