ঈরণ রায় বর্মন: আইপিএল ছাড়া এখন আর কোনও ফরম্যাটে খেলেন না। তাই হাতে অগাধ সময়। তবে তিনি শুয়ে-বসে সময় কাটাতে রাজি নন। এম এস ধোনি তাঁর জীবনে আরও যে কত কী করবেন!
2/ 6
এম এস ধোনি- দ্যা আনটোল্ড স্টোরি। ধোনির বায়োপিক হিট হয়েছিল। তবে কে জানত, ধোনি একদিন নিজেই সিনেমার প্রযোজক হয়ে যাবেন!
3/ 6
ছবির প্রযোজনায় নামছেন ধোনি। বিশ্বকাপজয়ী অধিনায়ক জোর কদমে শুরু করেছেন নতুন জার্নি-র প্রস্তুতি।
4/ 6
দক্ষিণের একটি ছবি প্রযোজনা করবে ধোনির প্রযোজক সংস্থা। সেই ছবির নায়িকা নয়নতারা।
5/ 6
ছবিটি তামিল ভাষায়। ছবি নিয়ে কাজও অনেকটা এগিয়েছে। মেগা প্রজেক্ট হতে চলেছে এই ছবি। আইপিএল শেষ হলেই সেই ছবির ঘোষণা করবে ধোনির প্রযোজনা সংস্থা।
6/ 6
দক্ষিণ ভারতের সঙ্গে ধোনির সম্পর্ক গভীর। বলাবাহুল্য, চেন্নাই সুপার কিংসের হয়ে খেলার ফলে সেই সম্পর্কের বাঁধন মজবুত হয়েছে। তাই হয়তো দক্ষিণী সিনেমাতেই প্রযোজনা করছেন ধোনি!