শুরু থেকেই ধুঁকছিল দিল্লি ক্যাপিটালস। এবার তাদের কফিনে শেষ পেরেক পুঁতে দিল চেন্নাই। এবারের মতো আইপিএল থেকে দিল্লির কার্যত ছুটি।
2/ 6
দিল্লির বিরুদ্ধে এদিন ১২৬ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেছিল চেন্নাই। তবে শেষমেষ ৯ বলে ধোনি ২০ রানের ইনিংস খেলে দলকে ১৬৭ রানে নিয়ে যান।
3/ 6
খলিল আহমেদের ওভারে ধোনি ২টি ছক্কা ও একটি বাউন্ডারি মারেন। ২০০ স্ট্রাইক রেটে ক্যাপ্টেনের মতো ইনিংস খেলে দেন এমএসডি।
4/ 6
ধোনির দাপটের সামনে এদিন ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা হয়েছিল দিল্লির। আট উইকেটে সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল ১৪০ রান করতে পারে শেষমেশ।
5/ 6
হাওয়ায় খবর ভাসছে, এবারের আইপিএল শেষবার দেখা যাচ্ছে ধোনিকে। তিনি এর পরই অবসর নেবেন। তবে এই খবর এখনও পাকা নয়। এবারের আইপিএলে ধোনিকে কিন্তু আগের মতোই ফর্মে পাওয়া যাচ্ছে।
6/ 6
ধোনি যেন আবার আগের মতোই চেন্নাইকে চ্যাম্পিয়ন করার জন্য মরিয়া হয়ে রয়েছেন।
এবারের মতো আইপিএল থেকে সৌরভের দলের ছুটি! ধোনি-ধামাকায় উড়ে গেল দিল্লি
হাওয়ায় খবর ভাসছে, এবারের আইপিএল শেষবার দেখা যাচ্ছে ধোনিকে। তিনি এর পরই অবসর নেবেন। তবে এই খবর এখনও পাকা নয়। এবারের আইপিএলে ধোনিকে কিন্তু আগের মতোই ফর্মে পাওয়া যাচ্ছে।