হোম » ছবি » খেলা » নিজেদের আইপিএল কেরিয়ারে সবথেকে বেশি নো-বল করেছেন এই ৫ বোলার!

Most No Balls in IPL: নিজেদের আইপিএল কেরিয়ারে সবথেকে বেশি নো-বল করেছেন এই ৫ বোলার! আশ্চর্যের বিষয়, তালিকার সকলেই এশিয়ার

  • 17

    Most No Balls in IPL: নিজেদের আইপিএল কেরিয়ারে সবথেকে বেশি নো-বল করেছেন এই ৫ বোলার! আশ্চর্যের বিষয়, তালিকার সকলেই এশিয়ার

    দীর্ঘ প্রতীক্ষার পর শুরু হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২৩ (আইপিএল ২০২৩)। বাইশ গজের ময়দানে এই রোমাঞ্চকর হাড্ডাহাড্ডি লড়াই দেখার জন্য মুখিয়ে থাকেন বহু ভক্তই। এই সব ম্যাচে আসলে ব্যাটারদের দাপুটে ব্যাটিং আর বোলারদের দুর্ধর্ষ বোলিং দেখার মজাটাই আলাদা! ব্যাটাররা হামেশাই চার-ছক্কা হাঁকান। তার সঙ্গে পাল্লা দেওয়ার জন্য গতি বাড়াতে গিয়ে চাপের মুখে পড়ে নো-বল করতে থাকেন বোলাররা। এমনটাও অনেক সময় দেখা যায়। তাই আজ এই প্রতিবেদনে এমন ৫ জন বোলারের কথা বলা হয়েছে, যাঁরা আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে বেশি সংখ্যক নো-বল করেছেন।

    MORE
    GALLERIES

  • 27

    Most No Balls in IPL: নিজেদের আইপিএল কেরিয়ারে সবথেকে বেশি নো-বল করেছেন এই ৫ বোলার! আশ্চর্যের বিষয়, তালিকার সকলেই এশিয়ার

    সবথেকে বড় কথা হল, এই তালিকায় শীর্ষে থাকা বোলারদের মধ্যে প্রায় সকলেই এশিয়ান।
    আইপিএল-এ সবচেয়ে বেশি সংখ্যক নো-বল করে রীতিমতো রেকর্ড গড়ে ফেলেছেন ভারতীয় খেলোয়াড় উমেশ যাদবের। মোট ১৩৪টি ম্যাচে ২৪টি নো-বল করেছেন তিনি। উমেশ যাদব বর্তমানে কলকাতা নাইট রাইডার্স দলের হয়ে খেলেন।

    MORE
    GALLERIES

  • 37

    Most No Balls in IPL: নিজেদের আইপিএল কেরিয়ারে সবথেকে বেশি নো-বল করেছেন এই ৫ বোলার! আশ্চর্যের বিষয়, তালিকার সকলেই এশিয়ার

    আইপিএল-এ সর্বোচ্চ নো-বল করার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতীয় ক্রিকেট তারকা এস শ্রীসন্থ। মোট ৪৪টি আইপিএল ম্যাচে ২৩টি নো-বলের রেকর্ড রয়েছে তাঁর। যদিও শ্রীসন্থ এখন ক্রিকেট দুনিয়া থেকে সরে গিয়েছে। এমনকী আপাতত কোনও আইপিএল দলেরও অংশ নন তিনি।

    MORE
    GALLERIES

  • 47

    Most No Balls in IPL: নিজেদের আইপিএল কেরিয়ারে সবথেকে বেশি নো-বল করেছেন এই ৫ বোলার! আশ্চর্যের বিষয়, তালিকার সকলেই এশিয়ার

    এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন জসপ্রীত বুমরাহ। বিশ্বের সেরা ফাস্ট বোলারদের মধ্যে অন্যতম হলেন। তবে তিনিও এই নো-বলের তালিকায় প্রথম তিনেই রয়েছেন। এখনও পর্যন্ত মোট ৮২টি ম্যাচে ২১টি নো-বল করেছেন জসপ্রীত।

    MORE
    GALLERIES

  • 57

    Most No Balls in IPL: নিজেদের আইপিএল কেরিয়ারে সবথেকে বেশি নো-বল করেছেন এই ৫ বোলার! আশ্চর্যের বিষয়, তালিকার সকলেই এশিয়ার

    শুধু তা-ই নয়, জসপ্রীত বুমরাহের পাশাপাশি তৃতীয় স্থানে রয়েছেন ইশান্ত শর্মাও। তিনিও মোট ৮৯টি ম্যাচে ২১টি নো-বল করেছেন।

    MORE
    GALLERIES

  • 67

    Most No Balls in IPL: নিজেদের আইপিএল কেরিয়ারে সবথেকে বেশি নো-বল করেছেন এই ৫ বোলার! আশ্চর্যের বিষয়, তালিকার সকলেই এশিয়ার

    আইপিএল-এর এই নো-বলের তালিকায় রয়েছেন স্পিন বোলার অমিত মিশ্রও। নিজের গোটা আইপিএল কেরিয়ারে মোট ২০টি নো বল করেছেন তিনি। প্রসঙ্গত এখনও পর্যন্ত আইপিএল-এ ১৪৭টি ম্যাচ খেলেছেন অমিত।

    MORE
    GALLERIES

  • 77

    Most No Balls in IPL: নিজেদের আইপিএল কেরিয়ারে সবথেকে বেশি নো-বল করেছেন এই ৫ বোলার! আশ্চর্যের বিষয়, তালিকার সকলেই এশিয়ার

    বিশ্বের সেরা ফাস্ট বোলারদের মধ্যে অন্যতম হলেন লাসিথ মালিঙ্গা। নিজের আইপিএল কেরিয়ারে মোট ১২২টি ম্যাচ খেলেছেন তিনি। গোটা কেরিয়ারে মোট ১৮ বার নো-বল করার রেকর্ড তৈরি করেছেন মালিঙ্গা। আর সবথেকে বড় কথা হল, আইপিএলের সবচেয়ে ঘাতক বোলারদের তালিকায় মালিঙ্গার নাম ছিল

    MORE
    GALLERIES