কলকাতা: '‘আমার উকিল কতদিন কিনবে, কতদিন বিচারক ম্যানেজ করবে? তোমারও খারাপ সময় আসবে। আল্লাহ যদি চান। তাহলে আমি দেখছি কে তোমার ভক্ত এবং কে তোমায় বাঁচায়?’’ মহম্মদ শামির স্ত্রী হাসিন জাহানের ইনস্টাগ্রাম পোস্টে ব্যাপক চাঞ্চল্য। হাসিন জাহান এই পোস্টে মহম্মদ শামির নাম লেখেননি। তবে মনে করা হচ্ছে, এই সব কথা শুধুমাত্র মহম্মদ শামির জন্যই লেখা হয়েছে। বৃহস্পতিবার ৪০০-র বেশি শব্দের এই পোস্টটি করেছেন হাসিন জাহান।
হাসিন জাহান লিখেছেন, 'আতিক আহমেদেরও অনেক ফ্যান ফলোয়ার ছিল। অর্থ ও প্রতিপত্তিও ছিল। কিছুই কী কাজ করেছে? মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। ভক্ত সমর্থকরা এখন কি করেছেন? তাই...লোভী অপরাধীর এটাও মনে রাখা উচিত যে টাকা দিয়ে নিউজ চ্যানেল কিনে নিজের অপরাধ লুকিয়ে রাখা যায় কিন্তু আল্লাহর কাছ থেকে কিভাবে লুকিয়ে রাখবে। কিভাবে আল্লাহর কাছ থেকে নিজের কাজ গোপন করবে...?
হাসিন জাহানও মহম্মদ শামির বিরুদ্ধে আইনজীবী কেনার অভিযোগ এনেছেন। তিনি লিখেছেন, 'আমার আইনজীবী আর কতদিন কিনবেন? বিচারক কতদিন ম্যানেজ করবেন? আপনার খারাপ সময়ও আসবে। ইনশআল্লাহ. তারপর দেখব তোমায় কে বাঁচায়? ইতিহাস সাক্ষী। অপরাধী অবিলম্বে শাস্তি পায় না,… একটি কথা আছে (আল্লাহর ঘরে অন্ধকার নেই) এবং যখন শাস্তি দেওয়া হয় তখন তার বাসস্থান কবর বা জাহান্নাম।