ভারতীয় ক্রিকেটে নজিরবিহীন ঘটনা ৷ শর্তসাপেক্ষে বাংলার হয়ে আসন্ন রঞ্জি ম্যাচে খেলার অনুমতি পেলেন মহম্মদ শামি ৷
2/ 4
বোর্ডের তরফে শুক্রবার সিএবি-কে যে বার্তা পাঠানো হয়েছে, তাতে বলা হয়েছে প্রতি ইনিংসে ১৫ ওভারের বেশি বল করতে পারবেন না শামি ৷ অর্থাৎ দুই ইনিংস মিলিয়ে ৩০ ওভার বল করবেন শামি ৷ বড়জোর ২-৩ ওভার ‘গ্রেস’ দেওয়া যাবে ৷
3/ 4
প্রতি দিন খেলার শেষে ভারতীয় দলের ফিজিয়ো প্যাট্রিক ফারহার্টকে শামির ফিটনেস রিপোর্ট পাঠাতে হবে বাংলা শিবির থেকে। বোর্ডের এই নজিরবিহীন শর্তসাপেক্ষ অনুমতিতেই খুশি বাংলার শিবির।
4/ 4
তবে বোর্ডের শর্ততে খুশি বাংলা শিবির ৷ কেরল ম্যাচে ৬ পয়েন্ট পাওয়ার লক্ষ্যে পেসারদের উপরেই ভরসা করছে বাংলা টিম ম্যানেজমেন্ট ৷ তাই শামি ১৫ ওভার বল করতে পারলেই যথেষ্ট বলে মনে করা হচ্ছে ৷