ক্রিকেটার মানেই ঝা চকচকে একটা ব্যাপার। তবে রিঙ্কু ঠিক তেমন নন। দেহাতি চেহারা, কথাবার্তার জন্য তাঁকে অবজ্ঞা করেছেন অনেকেই। এমনকী, তাঁকে কেকেআর-এর ওয়াটার বল বলেও ডাকা শুরু হয়েছিল। সেই রিঙ্কু বুঝিয়ে দিলেন, খেলার মাঠে একজন ক্রিকেটারের পারফরম্যান্স শেষ কথা বলে।