নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ছবি শেয়ারও করেছেন মেসি। স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো ছাড়াও ফ্যাব্রেগাস এবং তাঁর স্ত্রী ড্যানিয়েলা সেমানকে দেখা যাচ্ছে। মেসির ৩3 পুত্র - মাতেও, থিয়াগো এবং সিরো রয়েছে সেই ছবিতে। ফ্যাব্রেগাসের ৩ সন্তান- পুত্র লিওনার্দো ছাড়াও কন্যা লিয়া এবং ক্যাপ্রি রয়েছে।